আজকাল ওয়েবডেস্ক: বিহারে কংগ্রেস কর্মীদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা বললেন রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের সদস্যদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে যেন কোনও সমস্যা না হয়। তাই আগে থেকেই রাহুলের এই বার্তা। তবে কংগ্রেস কর্মীদের মনোবল যাতে ভেঙে না যায় সেজন্য রাহুল জানিয়েছেন, কংগ্রেসের কর্মীরা নিজেদের মত করেই নির্বাচনের কাজ করবেন। তবে ইন্ডিয়া জোটের শরিকদের আসন সমঝোতা নিয়ে দলের মধ্যে যেন কোনও ক্ষোভ না থাকে। তবেই বিজেপিকে হারানো যাবে। বিহারে কংগ্রেসের দায়িত্বে রয়েছেন অখিলেশ প্রসাদ সিং। তাঁর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। এই বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হন অখিলেশ প্রসাদ সিং। তিনি বলেন, বিহারে আরজেডি,জেডিইউ, কংগ্রেস এবং বামেরা একসঙ্গে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। মল্লিকার্জুন খাড়গে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিহারের মানুষের মন জয় করে নিয়েছে এই জোট। এবার শুধু বিজেপিকে হারানোর অপেক্ষা।
