আজকাল ওয়েবডেস্ক: ৯ মে, শুক্রবার ভারত জানিয়েছে যে ৮ ও ৯ মে-র মাঝরাতে পাকিস্তান প্রায় ৩৬টি স্থানে ৩০০-৪০০টি ড্রোনের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এই ড্রোনগুলো লেহ থেকে শুরু করে স্যার ক্রিক পর্যন্ত বিস্তৃত এলাকায় দেখা যায়। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান এই অনুপ্রবেশের মাধ্যমে ভারতের সামরিক কাঠামোকে টার্গেট করার চেষ্টা করেছিল এবং বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।
ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমানবাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলিকে প্রতিহত করেছে এবং ধ্বংসপ্রাপ্ত ড্রোনগুলির প্রাথমিক বিশ্লেষণে জানা যায় এগুলি তুরস্কের তৈরি Asisguard Songar ড্রোন।
এর আগে ৭ মে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যা ২২ এপ্রিল পাহেলগাঁও হামলার পাল্টা প্রতিক্রিয়া।
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সীমান্ত অঞ্চলে ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং অপর একজন আহত হয়েছেন। দেশের ২৮টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সীমান্ত এলাকাগুলিতে ব্ল্যাকআউট জারি হয়েছে।
উত্তেজনার মধ্যে পাকিস্তান তার আকাশসীমা বন্ধ না করায় এবং বেসামরিক বিমানের আড়ালে হামলার চেষ্টা করায় ভারতের তরফে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
