আজকাল ওয়েবডেস্ক: ভারতের ‘অপারেশন সিঁদুর’-আঘাতে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে পাকিস্তান। তার মধ্যেই বৃহস্পতিবার ফের ভারতের জম্মু এবং রাজস্থানের জয়সলমীরে সন্ত্রাসমূলক হামলার চেষ্টা পাকিস্তানের। ইতিমধ্যেই, গোটা জম্মুতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। ঘুটঘুটে অন্ধকার ভারতের তিন রাজ্যের একাধিক শহরে। জম্মুতে শোনা যাচ্ছে, এয়ার সাইরেনের শব্দ। তবে পাকিস্তানের এই হামলায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, ভারতের এস-৪০০ এবং এল-৭০ এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি হামলাকে নষ্ট করে দিয়েছে।
#WATCH | Sirens being heard in Akhnoor, Jammu and Kashmir
— ANI (@ANI)
More details awaited. pic.twitter.com/eiGdyj14TqTweet by @ANI
ফলে, কোনও আঁচ পড়েনি সাধারণ মানুষের ওপর। বৃহস্পতিবার রাতে সীমান্তের এপারে পাকিস্তানের দিক থেকে একাধিক রকেট নিক্ষেপ করা হয় জম্মু এবং জয়সলমীরের বিভিন্ন স্থানে। সূত্রের খবর, যার মধ্যে রয়েছে জম্মু সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া এবং আশেপাশের এলাকা। জানা গিয়েছে, মোট আটটি মিসাইল পাকিস্তান থেকে ছোড়া হয়। যার টার্গেট ছিল মূলত অসামরিক এলাকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মুর এয়ারস্ট্রিপ।
Pakistan has targeted Jammu with loitering munitions; Indian Air Defence guns are firing back pic.twitter.com/jWFanwt8hC
— ANI (@ANI)Tweet by @ANI
তবে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে সবকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে দেয় আকাশেই, ফলে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার জেরে ইতিমধ্যেই জম্মু বিমানবন্দরের আশেপাশে এয়ার সাইরেন বাজানো হয় এবং সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়েছে এলাকায়।
গোটা শহর জুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ। উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর গত মঙ্গলবার রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডে টার্গেটেড স্ট্রাইক চালিয়েছিল। তারপর থেকেই ফের হামলার ছক কষছে পাকিস্তান। এমনকি, পাক সেনাবাহিনীর তরফে বুধবার রাতেও হামলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে।
