আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসতে হবে ভারতকে। নাহলে হাল হবে গাজার মতো! কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে এমনই মন্তব্য করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন যুদ্ধ কোনও সমস্যা সমাধানের বিকল্প পথ নয়। বৈঠক বা আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। তাহলে কোথায় বৈঠক হচ্ছে ? নওয়াজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ওঁরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাহলে কেন ওঁদের সঙ্গে কথা বলতে আমরা তৈরি নই? কী এমন কারণ রয়েছে।” তিনি আরও বলেন, “যদি আমরা আলোচনার মাধ্যমে সমাধানে না আসি তাহলে আমাদের পরিণতিও গাজার মতো হবে। যেখানে বোমাবর্ষণ করছে ইজরায়েল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এক মন্তব্য ছিল, আমরা আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশিদের নয়।” ফারুকের এই মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপিও। বিজেপির সিনিয়র নেতা হিনা সাফি ভাট বলেন, বিজেপি জানে কিভাবে কাজ করতে হবে। ভারত পাকিস্তানের কাছে মাথা নত করবে না। আমরা বারেবারে পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু প্রতিবারই তারা আমাদের পিছন থেকে ছুরি মেরেছে। সন্ত্রাসবাদকে শেষ করতে জানে ভারত। সেটাই আগামীদিনে করা হবে।
