আজকাল ওয়েবডেস্ক: পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত নৌসেনা অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের দেহের পাশে নির্বাক হয়ে বসে থাকা তাঁর স্ত্রী হিমাংশী নারওয়াল হয়ে ওঠেন মর্মান্তিক ট্র্যাজেডির প্রতীক। কিন্তু যখন তিনি আবেদন করেন—"মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না", তখনই তাঁর প্রতি সমবেদনা বদলে যায় সোশ্যাল মিডিয়ায় তীব্র বিদ্বেষে।
এই পরিস্থিতিতে হিমাংশীর পাশে দাঁড়িয়েছে জাতীয় মহিলা কমিশন (NCW)। এক বিবৃতিতে কমিশন জানায়, "ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য একজন মহিলাকে এইভাবে আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয়।" তারা আরও বলে, "দেশ পাহেলগাঁও-এর ঘটনার জন্য ব্যথিত ও ক্ষুব্ধ, কিন্তু মতবিরোধ প্রকাশের ভাষা সংবিধানের সীমার মধ্যেই থাকা উচিত।"
হিমাংশী নারওয়ালের বক্তব্য ছিল, “আমরা চাই না কেউ মুসলিম বা কাশ্মীরিদের উপর চড়াও হোক। শান্তি ও ন্যায়বিচার চাই। দোষীরা যেন শাস্তি পায়।”
এই মানবিক মন্তব্যের জেরেই শুরু হয় অনলাইন ট্রোলিং ও ঘৃণার স্রোত। জাতীয় মহিলা কমিশনের এই হস্তক্ষেপ ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উঠে এসেছে বলে মনে করছেন অনেকে।
