বীরেন ভট্টাচার্য, দিল্লি: বড়দিনে দিল্লির সকাল কুয়াশাচ্ছন্ন। ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত ছুটির দিনে। সপ্তাহের প্রথম দিন হলেও, বড়দিন ছুটির আমেজে সকাল থেকে ঝলমলে রোদের দেখা মেলেনি। বেলা পর্যন্ত কুয়াশায় ঢেকে যাওয়ায় হতাশ দিল্লিবাসী।
দিল্লির আবহাওয়া দপ্তর জানিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কমে যায় সোমবার সকালে। সমস্ত রানওয়ের দৃশ্যমানতা ছিল ১২৫ থেকে ১৭৫ মিটার। ফলে বিমান অবতরণ এবং উড়ান পরিষেবা বিঘ্নিত হয়। তবে সকাল পৌনে দশটার পর কুয়াশা কিছুটা পাতলা হয়। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে দৃশ্যমানতা। আরও কিছুক্ষণ পর দৃশ্যমানতা ৫০০ মিটার হলে বিমান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। যেহেতু দৃশ্যমানতা কম ছিল, সেই কারণে বহু দেশীয় এবং অন্তর্দেশীয় বিমান নিকটস্থ বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয় অথবা দেরিতে ছাড়ে। কুয়াশার কারণে বিমান অবতরণ এবং উড়ানে দেরির কথা বিবৃতি জারি করে যাত্রীদের সতর্ক করে দিয়েছে স্পাইসজেট। পরিবর্তিত পরিস্থিতিতে বিমান সম্পর্কে যাবতীয় তথ্য যাত্রীদের জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে স্পাইসজেটের তরফে। একই বিষয় জানিয়ে দিয়েছে দিল্লি বিমানবন্দরও। হায়দ্রাবাদ থেকে দিল্লিগামী ৬টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়। এদিন সকালে বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদগামী বিমান উড়ানের পর ফের বেঙ্গালুরুতে ফিরিয়ে দেওয়া হয় কুয়াশার কারণে। একই সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বই থেকে হায়দ্রাবাদগামী বিমানের ক্ষেত্রেও। খারাপ আবহাওয়ার জন্য মোট ১১টি বিমানের দেরি হওয়ার ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
এদিকে, ঘন কুয়াশার কারণে হাপুর–বুলন্দশহরে পথ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে ১২টিরও বেশি গাড়ি চেনের মতো একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বহু গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হরিয়ানাতেও বাস দুর্ঘটনা হয়েছে। সেখানে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, এদিন দিল্লিতে সকালের তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে বাতাসের গুণগত মান ৩৯৫, যা অত্যন্ত খারাপ স্তরেই রয়েছে।
দিল্লির আবহাওয়া দপ্তর জানিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কমে যায় সোমবার সকালে। সমস্ত রানওয়ের দৃশ্যমানতা ছিল ১২৫ থেকে ১৭৫ মিটার। ফলে বিমান অবতরণ এবং উড়ান পরিষেবা বিঘ্নিত হয়। তবে সকাল পৌনে দশটার পর কুয়াশা কিছুটা পাতলা হয়। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে দৃশ্যমানতা। আরও কিছুক্ষণ পর দৃশ্যমানতা ৫০০ মিটার হলে বিমান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। যেহেতু দৃশ্যমানতা কম ছিল, সেই কারণে বহু দেশীয় এবং অন্তর্দেশীয় বিমান নিকটস্থ বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয় অথবা দেরিতে ছাড়ে। কুয়াশার কারণে বিমান অবতরণ এবং উড়ানে দেরির কথা বিবৃতি জারি করে যাত্রীদের সতর্ক করে দিয়েছে স্পাইসজেট। পরিবর্তিত পরিস্থিতিতে বিমান সম্পর্কে যাবতীয় তথ্য যাত্রীদের জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে স্পাইসজেটের তরফে। একই বিষয় জানিয়ে দিয়েছে দিল্লি বিমানবন্দরও। হায়দ্রাবাদ থেকে দিল্লিগামী ৬টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়। এদিন সকালে বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদগামী বিমান উড়ানের পর ফের বেঙ্গালুরুতে ফিরিয়ে দেওয়া হয় কুয়াশার কারণে। একই সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বই থেকে হায়দ্রাবাদগামী বিমানের ক্ষেত্রেও। খারাপ আবহাওয়ার জন্য মোট ১১টি বিমানের দেরি হওয়ার ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
এদিকে, ঘন কুয়াশার কারণে হাপুর–বুলন্দশহরে পথ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে ১২টিরও বেশি গাড়ি চেনের মতো একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বহু গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হরিয়ানাতেও বাস দুর্ঘটনা হয়েছে। সেখানে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, এদিন দিল্লিতে সকালের তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে বাতাসের গুণগত মান ৩৯৫, যা অত্যন্ত খারাপ স্তরেই রয়েছে।
