আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ তবে কি নিশ্চিত? মোদির সিদ্ধান্তে ইঙ্গিত তেমনই! আর কোন ও ছাড় নয়! সন্ত্রাসবাদ রুখতে এবার সেনাকে খোলা হাত! সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কখন, কীভাবে সন্ত্রাসবাদ নির্মূলে হামলা, তা ঠিক করতে সেনাকে নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আর সেই নিয়েই আলোচনা শুরু হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তরে বিস্তারিত আলোচনাও হয়েছে বলে খবর। এর পর ভারতীয় সেনা কোথায়, কীভাবে সন্ত্রাসবাদ নির্মূল করার পরিকল্পনা করে সেটাই দেখার।

 

২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে দফায় দফায় বৈঠকে বসেছেন  দেশের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ নির্মূলে কড়া বার্তা দিয়েছেন আগেই। মঙ্গলবার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির বাসভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠক হাজির ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান। বৈঠকের শুরু থেকেই নজরে ছিল, সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী কোন বার্তা দেন, সেদিকে। 

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৈঠকে দেশের প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত করা দেশের জাতীয় সংকল্প। সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিক্রিয়ার ধরণ, লক্ষ্য, সময় নির্ধারণ, অর্থাৎ কখন, কবে, কোথায়, কীভাবে আঘাত হবে, সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ কার্যকরী স্বাধীনতা রয়েছে সেনাবাহিনীর। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রকাশ করেছেন। 

 

উল্লেখ্য, মঙ্গলবারেই উচ্চ পর্যায়ের পৃথক বৈঠকে বসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীও যাচ্ছেন প্রধানমন্ত্রীর বাসভবনে।