আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকায় সাম্প্রতিক অশান্তির সময় জাফরাবাদ গ্রামে বাবা ছেলে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জেলার ডোমজুড় এলাকায় অভিযান চালায় এসআইটি -র তদন্তকারীরা। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ফেকারুল শেখ নামে এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত শুলিতলা গ্রামে। পুলিশের দাবি, ওই যুবক খুনের ঘটনার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড।

সূত্রের খবর, জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনা দিন ফেকারুলকে এলাকার সিসিটিভি ফুটেজে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক ফেকারুল বাবা এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল।

যদিও খুনের ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হতেই ফেকারুল এলাকা ছেড়ে ডোমজুড়ে চলে যায় ।সেখানে সে রাজমিস্ত্রির কাজ করছিল ।

ধৃত ওই যুবককে এসআইটি-র তরফ থেকে মুর্শিদাবাদে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে জঙ্গিপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকায় অশান্তির ঘটনায় প্রায় ৩১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, রুজু হয়েছে শতাধিক মামলা।

অন্যদিকে, রবিবার দুপুরে সামশেরগঞ্জ থানা এলাকার বেদবোনা গ্রামে বোমার মত একটি জিনিস পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছাড়ায়। 

জঙ্গিপুর পুলিশ জেলার নব নিযুক্ত সুপার অমিত কুমার সাউ জানান,' ওই গ্রামের সুতলি বোমার মত দেখতে একটি জিনিস পাওয়া গিয়েছে। ঘটনাস্থলটি বর্তমানে ঘিরে রাখা রয়েছে । বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।'