আজকাল ওয়েবডেস্ক:শক্তি বাড়ল দিল্লি ক্যাপিটালসের। পুরোদস্তুর ফিট হয়ে গিয়েছেন ফ্যাফ দু প্লেসিস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকান তারকা ফ্যাফ দু প্লেসিসকে। কুঁচকিতে চোট ছিল দু প্লেসির। কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি। সব ঠিকঠাক থাকলে তাঁর্ প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকান তারকাকে। 

জেক ফ্রেজার ম্যাকগার্ক বলেছেন, ''আমার যতটা জ্ঞান, তার ভিত্তিতে বলছি, রয়্যাল চ্যালেঞ্জার্সে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফ্যাফ খেলবে।'' 

১০ এপ্রিল শেষবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন দু'প্লেসিস। সেটাও ছিল এক আরসিবি ম্যাচ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন তিনি। দুই অঙ্কের রানও করতে পারেননি দু'প্লেসিস। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৯ রান করেছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্চাশ করেছিলেন দু প্লেসিস। 

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের প্রত্যাবর্তন মানে করুণ নায়ার তাঁর ওপেনিং স্লট ছাড়বেন। প্রোটিয়া ব্যাটারের সঙ্গে ওপেন করবেন অভিষেক পোড়েল। তিন বা চার নম্বরে ব্যাট করতে নামতে পারেন করুণ নায়ার। প্রথম সাক্ষাতে দিল্লির কাছে হার মেনেছিল আরসিবি।

ফ্যাফ দু প্লেসিসের প্রত্যাবর্তন নিঃসন্দেহে শক্তি বাড়াবে দিল্লি ক্যাপিটালসের এ কথা বলাই বাহুল্য।