আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত খবরটি হল ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু। সেই সব কিছুকে ছাড়িয়ে  বাংলাদেশের সেলেব্রিটি ক্রিকেট লিগের পুরনো একটি খবর ফের ভাইরাল হয়েছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে খেলার মাঠ পরিণত হয়ে উঠেছিল রণক্ষেত্রে। দুই দলের সংঘর্ষে আহত হন ছ’জন। প্রায় দু’বছর আগের এই ঘটনার ভিডিও ফের ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (ভিডিও সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন)।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সেলেব্রিটি ক্রিকেট লিগে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের মধ্যে চলতে থাকা গ্রুপ পর্বের ম্যাচে এই গন্ডগোল বাধে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে ছ’জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনালের দিন নির্ধারিত থাকা সত্ত্বেও তা বাতিল করা হয়েছে। এমনকি একজন সেলিব্রিটিকে কাঁদতেও দেখা গিয়েছে কারণ, এক আম্পায়ার একটি নিশ্চিত বাউন্ডারি দেননি।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ২০২৬ সালের আইপিএল থেকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর পরেই বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইতিমধ্যেই দু’টি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করা হয়েছে চিঠিতে। যদিও আইসিসি বাংলাদেশের দাবি মানতে রাজি হয়নি।  

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। তার পরিবর্তে জাতীয় দলের খেলা শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরশাহিতে দেওয়া হলে তারা খুশি। কোনও অবস্থাতেই বাংলাদেশ আপোষের রাস্তায় হাঁটবে না বলে জানিয়েছেন নজরুল।

তিনি আরও জানান বর্তমান অবস্থায় ভারতের মাটিতে বাংলাদেশের দল পাঠানোর কোনও যৌক্তিকতা নেই। আইসিসি-কে একহাত নিয়ে আসিফ নজরুল বলেছেন, “আমরা বিশ্বাস করি যে ক্রিকেট খেলাটার উপর কারও একচেটিয়া অধিকার থাকা উচিত নয়। কোনও খেলা বা টুর্নামেন্টের ভাগ্য কেবল বাজার ব্যবস্থার ভিত্তিতে নির্ধারিত হতে পারে না। যদি আইসিসি সত্যিই একটি বিশ্বব্যাপী সংস্থা হয় এবং আইসিসি যদি কেবল ভারতের নির্দেশ অনুসরণ না করে, তাহলে শ্রীলঙ্কার মাটিতে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। আমরা এই বিষয়ে কোনও আপোষ করব না।”

বাংলাদেশের জন্য ভারতের অন্য দু’টি ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ দেওয়ার কথা চিন্তাভাবনা করছে আইসিসি। মুস্তাফিজুর-বিতর্ক দিয়ে শুরু হয়ছিল। এখন তা আরও বড় আকার ধারণ করেছে। টি২০ বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের জন্য নাছোড় মনোভাব নিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।