আজকাল ওয়েবডেস্ক: একের পর এক খুন শহরে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা। একমাসে পরপর নৃশংস হত্যাকাণ্ডের জেরে শহরজুড়ে ছড়াল ব্যাপক আতঙ্ক। স্থানীয়দের একাংশের ধারণা, নতুন সিরিয়াল কিলার গা ঢাকা দিয়ে রয়েছে শহরেই‌। একজনেই পরপর খুনের ঘটনাটি ঘটাচ্ছে। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডে মার্চ থেকে এপ্রিলের মধ্যে আটটি খুনের ঘটনা ঘটেছে। যার মধ্যে অধিকাংশই মহিলা। কোনও নির্দিষ্ট একটি এলাকায় নয়। নিউ ইংল্যান্ডের একাধিক জায়গায় হত্যাকাণ্ডগুলো ঘটছে। মঙ্গলবার স্প্রিংফিল্ডে রাস্তার ধারে এক মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। গত একমাসে এই নিয়ে আটটি মৃতদেহ খোলা রাস্তা থেকে উদ্ধার করেছে তারা। এরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, সম্ভবত কোনও সিরিয়াল কিলার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। 

 

আরও জানা গেছে, এ পর্যন্ত নিউ হেভেন, নরওয়াক, গ্রোটন, কিলিংলি, রোড আইল্যান্ড, ফ্রামিংহাম সহ একাধিক জায়গায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে। সমাজমাধ্যমে স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে। কোনও সিরিয়াল কিলার শহরেই ঘুরে বেড়াচ্ছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ, তা ঘিরেও ধোঁয়াশা রয়েছে। 

 

যদিও পুলিশ প্রশাসন স্থানীয়দের এই দাবি উড়িয়ে জানিয়েছে, আটটি হত্যাকাণ্ডের তদন্ত জারি রয়েছে। এখনও কোনওটির মধ্যে কোনও মিল পাওয়া যায়নি। কোনও একজন হত্যাকারী ঘটনাটি ঘটাচ্ছে কিনা তা ঘিরেও তদন্ত শুরু হয়েছে। অযথা ভুয়ো খবর রটাতে নিষেধ করেছে পুলিশ।