আজকাল ওয়েবডেস্ক: বড়দিনেও ইজরায়েলের লাগাতার হামলায় প্যালেস্টাইনের গাজা উপত্যকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।গাজায় অভিযান ও হত্যাযজ্ঞকে অনর্থক বলেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বড়দিনে যিশু খ্রিষ্টের জন্মস্থান প্যালেস্টাইনের বেথেলহেমে যখন শোকে নিস্তব্ধ তখন অপর প্রান্ত গাজায় হত্যার তাণ্ডব থামায়নি ইজরাইল। নৃশংস হামলায় সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় শতাধিক প্যালেস্টাইনিকে হত্যা করা হয়। গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা জানিয়েছেন, গাজার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। হামাসের এক মুখপাত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।