আজকাল ওয়েবডেস্ক: টসের আগে প্রার্থনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। আইপিএল যে কত মুহূর্তের জন্ম দিয়ে যায়, তা না দেখলে বিশ্বাস হবে না। 

বৃহস্পতিবার আরসিবি ও রাজস্থান রয়্যালসের ম্যাচ। সেই ম্যাচের আগে টস ভাগ্য যাতে তাঁদের সহায় হয়, সেই কারণে প্রার্থনা করতে দেখা গিয়েছে পাতিদারকে। 

কিন্তু প্রার্থনা করলেও টস ভাগ্য ফেরেনি পাতিদারের। তিনি টস হারেন। এ নিয়ে চতুর্থবার। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে, পাতিদারের হাতে কয়েন দেওয়া হলে তিনি কিছুক্ষণ চোখ বুজে প্রার্থনা শুরু করেন। 

রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ তা দেখে ফেলেন। তার পরে দুই অধিনায়কই হাসতে শুরু করেন। 

 এর আগে গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও টসে হার মেনেছিলেন পাতিদার। এদিন টস জিতে রাজস্থান রয়্যালস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।