রাজ্যজুড়ে কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর জানাল, আগামী কয়েকদিনে আরও নামবে তাপমাত্রার পারদ। বছর শেষে হাড়কাঁপানো শীত পড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা গিয়েছে।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ ও দার্জিলিং কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে।
3
6
রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের এক–দু’টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। আবার কয়েকটি জায়গায় স্বাভাবিকের তুলনায় বেশি লক্ষ্য করা গিয়েছে।
4
6
রবিরার দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পাহাড়ি এলাকায় দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৫.০ ডিগ্রি সেলসিয়াসে।
5
6
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। গতকাল শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে ঘন কুয়াশা পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে।
6
6
সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কমবে দৃশ্যমানতাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী চারদিনে বাংলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।