২০২৬ কেমন যাবে, বা যেতে পারে সেই নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ইতিমধ্যেই আগামী বছর কোন রাশির কেমন কাটতে পারে সেটা আজকাল ডট ইনের তরফে জানানো হয়েছে। এবার জেনে নিন ২০২৫ টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে চলা বলিউডের ২০২৬ কেমন কাটবে। সম্প্রতি এক জনপ্রিয় জ্যোতিষী বিক্রম চণ্ডিরমণী জানিয়েছেন রণবীর কাপুর থেকে শাহরুখ খান সহ একাধিক তারকার নতুন বছর কেমন কাটবে। ছবি- সংগৃহীত
2
6
শাহরুখ খান: ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শাহরুখ খানেরও বুধের দশা শুরু হয়েছে। তিনি এখন আরও বিচার, বিবেচনা করে কাজ করবেন, যা চমকে দেবে তাঁর দর্শক থেকে ইন্ডাস্ট্রির সকলকে। এই সময় তিনি ভ্রমণ, টেকনোলজি নিয়ে আরও বেশি কাজকর্ম, বই পড়ায় মন দেবেন। ছেলে আরিয়ান খানের সঙ্গে কাজ করতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। ২০২৬ সাল তাঁর মূলত প্রস্তুতিতে কাটবে, ২০২৭ সালে তার ফল পাবেন তিনি। ছবি- সংগৃহীত
3
6
আমির খান: আগস্ট এর মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে তাঁর কেরিয়ারে একাধিক বদল আসবে। বড়সড় কোলাবোরেশন করতে পারেন। বলা যায় লাল সিং চাড্ডার ভরাডুবির পর আগামী বছর তাঁর কামব্যাক হতে পারে। ছবি- সংগৃহীত
4
6
হৃতিক রোশন: এপ্রিলে বড়সড় বিনিয়োগ করবেন। আবার জুলাই মাসেও সম্পত্তি বা অন্য কোনও ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। এছাড়া কোম্পানি বা পেশাগত জীবনেও আগামী বছর হৃতিক রোশন বেশ কিছু কোলাবোরেশন করবেন। তাঁর কাজ প্রশংসা পাবে। ছবি- সংগৃহীত
5
6
রণবীর কাপুর: আগামী বছর রণবীর কাপুরের পেশাগত জীবন বা ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় পৌঁছবে। ক্রিয়েটিভ কোলাবোরেশন করবেন জানুয়ারির দ্বিতীয় ভাগে। এছাড়া মার্চ থেকে এপ্রিলের মধ্যেও এমন কিছু ঘটতে পারে। ২০২৬ এর পর বিরাট বদল আসবে রণবীরের কেরিয়ারে। লাভ অ্যান্ড ওয়ার ছবিটি কখন মুক্তি পাচ্ছে তার উপর নির্ভর করবে এটি কেমন ব্যবসা করবে। দীপাবলির সময় মুক্তি পেলে ভাল ব্যবসা করবে। রামায়ণ ছবিটিও জমিয়ে ব্যবসা করবে বলে তিনি জানিয়েছেন। ছবি- সংগৃহীত
6
6
আরিয়ান খান: ২০২৬ সালটা আরিয়ান খানের জন্য ইতিবাচক কাটবে। আগামী বছর যা শুরু হবে, সেটা আরও কয়েক গুণ বাড়বে ২০২৭ সালে। তাঁর কেরিয়ারের জন্য আগামী দুই বছর দারুণ গুরুত্বপূর্ণ। ছবি- সংগৃহীত