সংবাদ সংস্থা মুম্বই: কাশ্মীরের পহলগাওঁয়ে  বিভীষিকাময় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক নিরীহ পর্যটকরা। ঘটনাস্থলেই নিহত ২৬ জন, গুরুতর আহত আরও ২০। এই জঙ্গিহানায় গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। সরব হয়েছেন বলিউড তারকারাও। শাহরুখ খান, আলিয়া, প্রিয়াঙ্কা সহ অনেকেই এই জঘন্য ঘটনার নিন্দায় মুখর। এবার গর্জে উঠলেন সলমন খান!

 

সলমনের টুইট ছোট্ট হলেও ঝাঁঝালো ও স্পষ্ট – “কাশ্মীর, যা স্বর্গের মতো ছিল, তা আজ নরক হয়ে উঠছে। নিরীহ মানুষের রক্ত ঝরানো চলছে! একটা নিরীহ প্রাণ কেড়ে নেওয়া মানে পুরো মানবতাকে হত্যা করা। এটা আর সহ্য করা যায় না।”

 

?ref_src=twsrc%5Etfw">April 23, 2025

 

শাহরুখের পোস্টেও রাগ আর কষ্ট একসঙ্গে ফুটে উঠেছে - :“পহলগাওঁয়ের এই বিশ্বাসঘাতকতা আর অমানবিক হিংসার কোনো ভাষা নেই। এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। পরিবারগুলোর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা রইল। জাতি হিসেবে এখনই আমাদের দাঁড়াতে হবে— একসঙ্গে, শক্তভাবে। এই ঘৃণ্য অপরাধের বিচার হতেই হবে!” শাহরুখ-সলমন ছাড়াও বলিউডের বহু তারকা একে একে ক্ষোভ প্রকাশ করেছেন— আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, অক্ষয় কুমার, মহনলাল, চিরঞ্জীবী, পবন কল্যাণ এবং আরও অনেকে।

 


প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে জম্মু-কাশ্মীরের পহলগাওঁয়ের বৈসারন উপত্যকা গুলির শব্দে কেঁপে ওঠে। পর্যটকদের লক্ষ্য করে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালায় একদল জঙ্গি। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে ২৬ জনের। আনন্দের সফর রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়।

 

পহেগাঁওয়ের হত্যালীলার পর থেকে দফায় দফায় বৈঠক শুরু হয়েছে দিল্লিতে। প্রধানমন্ত্রী মোদী সৌদি থেকে ফিরেই ডোভাল এবং জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক সেরে নিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথও একটি পৃথক বৈঠক করেছেন ডোভালের সঙ্গে। এই হামলার পর প্রধানমন্ত্রীর বার্তা -
 “এই বর্বর হামলায় দুঃখ প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। দোষীদের ছেড়ে দেওয়া হবে না। তাদের নোংরা ষড়যন্ত্র ব্যর্থ হবেই। সন্ত্রাসবাদকে রুখতে আমাদের সংকল্প আরও শক্তিশালী হবে।”