সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

অক্ষয়ের 'ভুল ভুলাইয়া'র সঙ্গে মিল প্রভাসের 'দ্য রাজা সাব'-এর? 
প্রভাস অভিনীত 'দ্য রাজা সাব' মুক্তি পেল শুক্রবার। তবে যবে থেকে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে তবে থেকেই একটা ফিসফাস শোনা যাচ্ছে, যা আরও জোরাল হল ছবি মুক্তি পাওয়ার পর। কী? অনেকেই দাবি করেছেন অক্ষয় কুমার অভিনীত 'ভুল ভুলাইয়া' ছবিটির সঙ্গে দ্য রাজা সাব ছবিটির বেশ মিল আছে। বিশেষ করে রাজপ্রাসাদের জায়গাটা, ভূতের উপস্থিতি, মনোবিদের এন্ট্রি, সবটা মিলিয়েই। এবার এই জল্পনা থামাতে জবাব দিল প্রভাসের ছবির নির্মাতারা। তাঁদের মতে ভারতের সবথেকে বড় তারকাকে নিয়ে করা এই ছবির জন্য জবরদস্ত একটি ফ্যান্টাসি গল্পের প্রয়োজন ছিল, তবে 'ভুল ভুলাইয়া' ছবির সঙ্গে তুলনা টানলে দু'টোর ভিএফএক্স, গল্প সবই আলাদা। তাঁদের মতে 'ভুল ভুলাইয়া' একটি সত্যিকারের রাজপ্রাসাদে শুট করা হয়েছিল, সত্যিকারের মানুষদের সঙ্গে নিয়ে। সেখানে 'দ্য রাজা সাব' ফ্যান্টাসি দুনিয়ায় নিয়ে যাবে, সাইকোলজিক্যাল দিক রয়েছে। 

'ধুরন্ধর' ছবির দৌড় থামাল প্রভাসের 'দ্য রাজা সাব' 
অবশেষে টানা পাঁচ সপ্তাহ ধরে 'ধুরন্ধর' বক্স অফিসে যে দাপট দেখাচ্ছিল সেটা থামল। প্রভাস অভিনীত 'দ্য রাজা সাব' মুক্তি পেল এদিন। আর প্রথম দিনের সকালে যেভাবে বক্স অফিসে দাপট দেখাতে শুরু করেছে তাতে স্পষ্ট এই ছবি লম্বা রেসের ঘোড়া। সকাল ১০টা পর্যন্ত ৬ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে 'ধুরন্ধর' ৩৫ তম দিনে ৪ কোটি ২৫ লাখ টাকা আয় করেছিল। ৩৬ তম দিনে কত আয় করে রণবীর সিংয়ের ছবিটি সেটাই এখন দেখার। অন্যদিকে 'দ্য রাজা সাব' ছবির গোটা দিনের আয় কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেও নজর থাকবে। 

ভারত প্রিয়াঙ্কাকে প্রাপ্য সম্মান দেয় না! বিস্ফোরক দাবি রিকি কেজের
গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী রিকি কেজ সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার কাজ, তাঁর বিশ্বজয়ের দক্ষতাকে প্রশংসা করেছেন। একই সঙ্গে জানিয়েছেন প্রিয়াঙ্কা একমাত্র ভারতীয় অভিনেত্রী হয়ে হলিউডের মেইনস্ট্রিমে ঢুকে কাজ করলেও ভারত তাঁর কদর করতে পারল না। প্রাপ্য সম্মান দেয়নি না। ভারতে প্রিয়াঙ্কার যে সম্মান, খ্যাতি,  পাওয়ার কথা ছিল সেটা পাননি। এক্স হ্যান্ডেলে রিকি লেখেন, 'আমার মতে, একমাত্র ভারতীয় অভিনেতা যাঁকে আমরা জায়গা দিতে পারলাম না ঠিক ভাবে, তিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়া।' 

সেন্সর বোর্ডকে 'জনানায়গণ'কে ছাড়পত্র দেওয়ার নির্দেশ মাদ্রাস হাইকোর্ট
বিজয়ের বহু প্রতীক্ষিত 'জনানায়গণ' নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেন্সর বোর্ড ছাড়পত্র দিচ্ছিল না ছবিটিকে। কিন্তু বিষয়টিতে এবার হস্তক্ষেপ করল মাদ্রাস হাইকোর্ট। হাইকোর্টের তরফে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ছবিটিকে U/A ১৬+ সার্টিফিকেট দেওয়া হয়। শুক্রবার, ৯ জানুয়ারি এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আশা করা হচ্ছে, এবার জটিলতা কাটিয়ে নির্বিঘ্নে মুক্তি পাবে 'জনানায়গণ'।