শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রাজনীতি সরিয়ে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন জেলার বিশিষ্ট মুসলিমরা, হল বিশেষ তহবিল

Riya Patra | ২২ এপ্রিল ২০২৫ ১৫ : ৩২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে হিংসার আগুনে জ্বলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি, সামশেরগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায়। কিছু বিরোধী রাজনৈতিক দল এবং বহিরাগতদের প্ররোচনায় যে হিংসা ছড়িয়ে পড়েছিল তাতে  ক্ষতিগ্রস্ত হয়েছিল সামশেরগঞ্জের বিভিন্ন এলাকার বহু পরিবার। অনেক আতঙ্কে ঘরছাড়া হয়েছিলেন। 

তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশ্বাস পাওয়ার পর এবং জেলা-পুলিশ প্রশাসনের সময়মতো পদক্ষেপে ইতিমধ্যেই অন্য জেলার ত্রাণ শিবির থেকে ঘরে ফিরে এসেছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিভিন্ন গ্রাম এবং ধুলিয়ান পুরসভা এলাকার গৃহহীন বাসিন্দারা। ধীরে ধীরে ছন্দে ফিরছে সামশেরগঞ্জের মানুষের স্বাভাবিক জীবন। অন্যদিকে মেদিনীপুরের একটি সভা থেকে আজই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সামশেরগঞ্জে যাদের বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের 'বাংলার বাড়ি' প্রকল্পে ঘর তৈরি করে দেওয়া হবে। মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাবেন। সেই সময় দোকানদারদের ক্ষতিপূরণের বিষয়টিও সরকারি স্তর থেকে দেখা হবে বলে সূত্রের খবর। 

এরই মধ্যে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন জেলার মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি। তাঁদের অনেকেই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও, সেই পরিচয় পাশে সরিয়ে রেখে দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত  পরিবারগুলির বাড়ি যাতে পুনরায় বসবাসের যোগ্য হয়ে ওঠে এবং গৃহস্থলীর অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে তাঁরা হাতে পান তার  উদ্যোগ নিয়েছেন।


সূত্রের খবর এই উদ্যোগে মূল ভূমিকা নিচ্ছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান-সহ ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ,সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস-সহ এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম সম্প্রদায়ের বিড়ি ব্যবসায়ী। 

জঙ্গিপুর মহকুমার মুসলিম সম্প্রদায়ের এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যেই প্রায় ৪ কোটি টাকা দিয়ে একটি তহবিল তৈরি করেছেন। 
তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার এক শীর্ষ নেতা জানান,' ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার কাজ অত্যন্ত নীরবে এবং রাজনৈতিক পতাকা ব্যবহার না করে করা হচ্ছে।'
 
তিনি বলেন ,'সামশেরগঞ্জের জাফরাবাদ, বেদবোনা, পালপাড়া এবং ধুলিয়ান পুরসভার ১৪,৩,৭ এবং ১৬ নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আমাদের দলের তরফ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদার এবং পরিবারগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে এবং তাঁদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।'
 
এর পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে  চাল,ডাল এবং অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দিতে শুরু করেছেন। 

ফরাক্কার তৃনমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'এলাকার বিশিষ্ট কিছু মুসলিম মানুষ একত্রে সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যে সমস্ত দোকান এবং পরিবারগুলির ক্ষতি হয়েছে, তা যতটা সম্ভব পূরণ করার উদ্যোগ নিয়েছেন।'
 
তিনি জানান, 'অনেকের বাড়িতে রান্নাঘর নষ্ট হয়ে গিয়েছে বা রান্না করার জন্য প্রয়োজনীয় গ্যাস ওভেনটিও আর নেই। অন্য আরও বহু মানুষের বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে। এলাকার মুসলিম সমাজের তরফ থেকে যে আর্থিক তহবিল তৈরি করা হচ্ছে তা দিয়ে আমরা প্রায় ৪০০টি পরিবার এবং দোকানদার সাহায্য করতে পারব বলে আশাবাদী। প্রয়োজন ভিত্তিতে পরিবারগুলিকে দেড় থেকে দু'লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে।'


MurshidabadMuslim Community in MurshidabadAffected people

নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া