আজকাল ওয়েবডেস্ক: ডান পায়ের যে ভলিতে ভালভের্দে গোলটা করলেন, সে রকম শট অনুশীলনে নিয়মিত করেন তিনি। তাঁর সতীর্থ কুর্তোয়ার এমন অভিজ্ঞতা প্রায়ই হয়।
সতীর্থদের কেউ কেউ মজা করে ভালভার্দেকে বলেন, স্বাভাবিক গোল করো। কিন্তু ভালভার্দে যে অবিশ্বাস্য সব গোল করতেই পছন্দ করেন।
লা লিগার খেতাব জয়ের লড়াইয়ে ৯০ মিনিটের শেষে অ্যাডেড টাইমে ভালভার্দে গোল করে হারান বিলবাওকে। ভালভার্দের সতীর্থ রিয়াল গোলকিপার কুর্তোয়া বলেন, ''ভালভার্দের অস্বাভাবিক শট নেওয়ার ক্ষমতা আছে। অনুশীলনে গতকালও এরকমই এক শট নিয়েছিল। মনে হচ্ছিল বলটা বোধহয় বেরিয়ে যাবে। কিন্তু সেই বলই ঘুে গিয়ে জাল কাঁপিয়ে দেয়। আমি অবাক হয়ে গিয়েছিলাম।''
কুর্তোয়ার দাবি অনুশীলনে ভালভার্দে এরকম গোল প্রতি সপ্তাহেই একটা বা দুটো করে থাকেন।
বিলবাওকে হারানোর ফলে রিয়াল এখনও লা লিগা খেতাব জয়ের দৌড়ে রইল। বার্সা সবার উপরে। তাদের পয়েন্ট ৭৩। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৯।
