আজকাল ওয়েবডেস্ক: শুভঙ্কর দাস, ওরফে শুভ দাসের পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি। পিআর সলিউশন এবং আদিত্য গ্রুপের যৌথ উদ্যোগে প্রাক্তন ফুটবলারের হাতে ১ লক্ষ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হল। সৌরভ গাঙ্গুলির বাসভবনে হয় এই অনুষ্ঠান। শুভ দাসের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা এবং ভাই। এছাড়াও ছিলেন সৌরভ গাঙ্গুলি, সস্ত্রীক আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য এবং রোশনী আদিত্য। ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান অঙ্কিত আদিত্যও। চিকিৎসার জন্য শুভর হাতে ১ লক্ষ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। লড়াকু ফুটবলারের অদম্য ইচ্ছে এবং সহ্যশক্তির প্রশংসা করেন সৌরভ। জানান, তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সৌরভ বলেন, 'শুভর সাহস এবং লড়াই করার ক্ষমতা আমাদের অনুপ্রেরণা যোগায়। এদিনটা শুধুই ওর। কোনও চ্যালেঞ্জ যে বাধা হতে পারে না, প্রমাণ করেছে শুভ।' 

মাত্র ৩৪ বছরেই সেলিব্রাল হয় শুভঙ্কর দাসের। যিনি ময়দানে শুভ দাস বলেই পরিচিত। ২০১১-১২ সালে মহমেডানে‌ খেলেন। কোচ ছিলেন নঈমউদ্দিন। এরপর আলোক মুখার্জির কোচিংয়েও খেলেন। ইস্টবেঙ্গলের জুনিয়র দল দিয়ে শুরু। এরপর একে একে মহমেডান স্পোর্টিং, কালীঘাট এমএস, ইস্টার্ন রেল এবং টালিগঞ্জ অগ্রগামীর হয়ে কলকাতা লিগে খেলেন শুভ। মূলত বাঁ পায়ের প্লেয়ার ছিলেন। অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছেন। স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। কিন্তু সেটা অধরাই থেকে যায়। ২০২১ সালে লকডাউনের মধ্যে বাড়ির ছাদে ব্যায়াম করার সময় হঠাৎ অন্ধকার নেমে আসে জীবনে। মাটিতে লুটিয়ে পড়েন শুভ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয়, সেরিব্রাল হয়েছে। সেই শুরু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। তারপর শরীরের বাঁ দিক অসাড় হয়ে যায়। তাঁর শুশ্রূষায় বিপুল অর্থ খরচ হয়। একটা সময় প্রায় শয্যাশায়ী ছিলেন। সংক্রমণে ডান হাত বাদ যায়। তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থ প্রয়োজন। এবার অসুস্থ ফুটবলারের পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি, আদিত্য গ্রুপ এবং অন্যান্য সংস্থা।

মহৎ উদ্যোগে এবার সামিল ইস্টবেঙ্গল ক্লাবও। শুভ দাসের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক দিল লাল হলুদ। শুক্রবার দুপুরে সৌরভ গাঙ্গুলি, আদিত্য গ্রুপ এবং পিআর সলিউশনের উদ্যোগে শুভর হাতে ১.২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছিল। সন্ধেয় অসুস্থ ফুটবলারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইস্টবেঙ্গল সচিব রূপক সাহা। এর আগেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায় পিআর সলিউশন। ম্যাচ ফর কেরল এবং ম্যাচ ফর বেঙ্গল আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে শুভর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সমসাময়িক ফুটবলারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান বাইচুং ভুটিয়াও।