আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার টেস্ট ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। তার ব্যাট বোবা থেকে গিয়েছে। শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই হিটম্যানের টেস্ট নির্ধারিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ফরম্যাট থেকে তিনি এখনই অবসর গ্রহণ করছেন না। 

কিন্তু টেস্ট ফরম্যাট থেকে কী করবেন রোহিত? প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক বিয়ন্ড ২৩ ক্রিকেট পডকাস্টে রোহিত অ্যান্ড কোং-কে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। যার উত্তরে হিটম্যানকে বলতে শোনা গিয়েছে, ''আমরা
সর্বতো ভাবে চেষ্টা করবো।'' রোহিতের উত্তর শুনে অনেকেই মনে করছেন ইংল্যান্ড সফরে তিনিই দলের অধিনায়কত্ব করবেন। এবং টেস্ট ফরম্যাটেও তিনি দলকে নেতৃত্ব দেবেন। 

এদিকে মাইকেল ক্লার্কের সঙ্গে আলোচনায় উঠে আসে সিডনি টেস্টের অধ্যায়। সেই প্রসঙ্গে রোহিত বলেন, ''আমি নিজের কাছে সৎ থাকতে চাই। আমরা গিলকে খেলাতে চাইচিলাম। গিল দুর্দান্ত প্লেয়ার। আমি ঠিকঠাক খেলতে পারছিলাম না। সেই কারণে গিলকে খেলাতে চেয়েছিলাম। আমি কোচ ও নির্বাচকদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম। কেউ আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। কেউ করেননি। তর্কাতর্কি হয়েছিল। আগে দল, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। কখনও কখনও সিদ্ধান্ত খেটে যায়, কখনও খাটে না।''