আজকাল ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষত মহারাষ্ট্রে, স্থানীয় ভাষা না বলার কারণে মানুষকে হেনস্থার ঘটনার মাঝে, সুপ্রিম কোর্ট মঙ্গলবার মহারাষ্ট্রের আকোলার পাতুর পৌরসভার নতুন ভবনের সাইনবোর্ডে উর্দু ভাষার ব্যবহারের বৈধতা নিশ্চিত করল। আদালত জানিয়েছে, ভাষা কখনোই সমাজে বিভাজনের কারণ হয়ে উঠতে পারে না।

বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ স্পষ্ট করে বলেন, “ভাষা কোনো ধর্ম নয়, এবং ধর্মের প্রতীকও নয়। উর্দু যে ভারতের বাইরের কোনো ভাষা — এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত।”

আদালত আরও জানায়, “ভাষা একটি সম্প্রদায়, একটি অঞ্চল এবং মানুষের অন্তর্গত; ধর্মের নয়। আমাদের ভাষাগত বৈচিত্র্যের প্রতি সম্মান জানানো উচিত এবং তা উদযাপন করাও দরকার। ২০০১ সালের জনগণনা অনুযায়ী, ভারতে ১২২টি প্রধান ভাষা এবং ২৩৪টি মাতৃভাষা চিহ্নিত হয়েছে। উর্দু ছিল ষষ্ঠ সর্বাধিক ব্যবহৃত ভাষা। দেশের প্রায় প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে — সম্ভবত উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বাদে — উর্দু ভাষাভাষীরা আছেন।”

বেঞ্চ জানায়, যদি কোনো পৌরসভার এলাকার মানুষ উর্দু ভাষা পড়তে বা বুঝতে পারেন, তবে অফিসিয়াল ভাষা মারাঠির পাশাপাশি উর্দুও সাইনবোর্ডে থাকলে আপত্তির কিছু নেই।