নিজস্ব সংবাদদাতা: অবশেষে নববর্ষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন দেখালেন রূপসা ও সায়নদীপ। ছোট অগ্নিদেব চ্যাটার্জী সরকারকে দেখে খুশি রূপসা অনুরাগীরা। বাঙালির বর্ষবরণ বলে কথা বলে কথা, তাই সাদা ধুতি পাঞ্জাবিতে ছেলেকে সাজালেন রূপসা। ২০২৪ সালের ৩রা অক্টোবর সায়নদীপের সঙ্গে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করেন রূপসা। এরপরই সুখবর দেন তাদের ঘরে আছে চলেছে নতুন অতিথি অর্থাৎ মা-বাবা হতে চলেছেন এই নবদম্পতি। 

 

গত ৩১ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দেন রূপসা। তবে এতদিন ছেলের মুখ প্রকাশে আনেননি তারা অবশেষে নববর্ষে ছেলেকে সাদা ধুতি পাঞ্জাবি পরিয়ে তাদের প্রিয় জুনিয়রকে সকলের সামনে হাজির করলেন রূপসা সায়নদীপ। প্রসঙ্গত সামাজিক বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সন্তানের জন্ম দেওয়ার কারণে ট্রোলিং এর শিকার হন রূপসা। তবে ২০২৩ সালে রেজিস্ট্রি করে আইনি মতে বিয়ের করার পর একসঙ্গে থাকা শুরু করেন তাঁরা। তবে গর্ভবতী অবস্থায় 'বিনোদিনী' ছবির প্রচারে হাজির হয়েছিলেন রূপসা।

 

বর্তমানে চুটিয়ে সংসার করছেন জুনিয়র কে সময় দিচ্ছেন রূপসা। তবে পছন্দমত কাজ পেলেই কাজে ফেরার চিন্তাভাবনা করবেন এই অভিনেত্রী। এই মুহূর্তে হয়তো পুরো সময় ধারাবাহিকে দিতে না পাড়ার দরুণ ওয়েব সিরিজ এবং বড়পর্দায় কাজ করার চিন্তাভাবনা রয়েছে রূপসার। সায়নদীপের সঙ্গে প্রেম শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন। এবং যেমন ভাবা তেমন কাজ। বিয়ের পরও দুই থেকে তিন হতে খুব বেশি সময় নেননি। কারণ সায়নদীপ এবং রূপসা দুজনেই বিয়েতে বিশ্বাসী। সংসার ও সন্তান নিয়ে একসঙ্গে থাকতে খুব ভালবাসেন। তবে কার মত দেখতে হয়েছে নবজাতককে? 
ছবি প্রকাশ্যে আসামাত্রই অনেকেই সমাজমাধ্যমে বার্তা বাক্সে লিখেছেন, পুরোপুরি মা রূপসার মতো দেখতে হয়েছে অগ্নিদেব-কে।