আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া উপরূপ জেএন. ১। বছর শেষে উদ্বেগ বাড়িয়ে বাড়ছে সংক্রমণ। এর আগে কেরল, মহারাষ্ট্র, গোয়াতে নতুন উপরূপের সংক্রমণের খবর থাকলেও নয়া ভ্যারিয়েন্ট ছড়িয়েছে রজস্থানেও। মরুরাজ্যে জেএন.১-এ আক্রান্ত হয়েছেন ৪ জন। গত ২৪ ঘন্টায় দেশে ৩২৮টি নতুন সংক্রমণ হয়েছে। তার মধ্যে কেরলেই ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬৫ জন। সে রাজ্যে করোনায় ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। কেরলে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬০৬। কর্ণাটকেও করোনা আক্রান্ত শতাধিক। গত ২৪ ঘন্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৫৩। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, একই সঙ্গে জানানো হয়েছে, এতে আতঙ্কের কোনও কারণ নেই। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নয়া এই ভ্যারিয়েন্ট দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে গোটা বিশ্বে। গত নভেম্বরের শুরুতে এতে আক্রান্ত ছিল প্রায় ৩ শতাংশ। কিন্তু এক মাসে এটির বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার হার ২৭.১। বিশ্বের ৪১টি দেশে এরইমধ্যে শনাক্ত হয়েছে নয়া ভ্যারিয়েন্ট।
