আজকাল ওয়েবডেস্ক: বায়রন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। আয়কর দপ্তর সূত্রে খবর, টানা ১৮ ঘণ্টা তল্লাশির পর তৃণমূল বিধায়কের বাড়ি এবং বাড়ি লাগোয়া কারখানা থেকে উদ্ধার হয়েছে ৭০ লক্ষ টাকা।
বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাগরদিঘির বিধায়কের বাড়িতে আচমকা হাজির হয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা। সামশেরগঞ্জে বায়রনের বাড়ি, রঘুনাথগঞ্জে তাঁর মালিকাধীন স্কুল, হাসপাতাল, সুতির কেমিক্যাল হাব, চা কোম্পানির অফিস, বিড়ি ফ্যাক্টরিতে টানা তল্লাশি চালান আয়কর দপ্তরের অফিসাররা। তল্লাশি অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ শেষ হয় তল্লাশি। উদ্ধার করা হয়েছে মোট ৭০ লক্ষ টাকা।
উল্লেখ্য, আয়কর দপ্তরের তল্লাশি চলাকালীন, জেরার মুখে পড়ে বুধবার সন্ধেয় অসুস্থ হয়ে পড়েন বায়রন। গতকাল রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।