আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এক দম্পতির বাড়িতে হানা দেয়, যারা সাইপ্রাস ভিত্তিক পর্ন সাইটের জন্য বেআইনি কন্টেন্ট বিক্রির অভিযোগে অভিযুক্ত। ইডি সূত্রে জানা গেছে, দম্পতি উজ্জ্বল কিশোর এবং নীলু শ্রীবাস্তব ‘সাবডিজি ভেঞ্চারস’ নামের একটি কোম্পানি চালাচ্ছিলেন এবং মডেলদের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশনের নাম করে নিয়োগ করতেন।
২০১৮ সালের মে মাসে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি সাইপ্রাস ভিত্তিক টেকনিয়াস লিমিটেড থেকে বেআইনি ভাবে ১৫.৬ কোটি টাকা পেয়েছিল। এই টেকনিয়াস লিমিটেড এমন পর্ন সাইট চালায় যেমন Xhamster এবং Stripchat। ইডি জানিয়েছে, দম্পতি তাদের মডেলদের ব্যবহার করে এই কন্টেন্ট বিক্রি করতেন এবং এই টাকা বিজ্ঞাপন, মার্কেট রিসার্চ এবং জনমত সমীক্ষার নামে ব্যাংক অ্যাকাউন্টে পেতেন।
Xhamster ইতিমধ্যে জার্মানি, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে নিষিদ্ধ হয়েছে বয়স যাচাইয়ের নিয়ম না মানার কারণে। Stripchat এর মাধ্যমে বিশ্বব্যাপী মডেলদের ফ্রিল্যান্সার হিসাবে নিয়োগ করা হয়।
ইডি আরও জানিয়েছে যে দম্পতির নেদারল্যান্ডসের একটি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি টাকা পাওয়া গিয়েছে যা পরবর্তীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ব্যবহার করে ভারতে নগদে তুলে নেওয়া হয়। দম্পতি প্রায় ৭৫ শতাংশ অর্থ নিজেরা রাখতেন এবং বাকিটা মডেলদের দিতেন।
তল্লাশির সময় ইডি একটি অত্যাধুনিক স্টুডিও আবিষ্কার করেছে যেখানে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট লাইভ স্ট্রিমিং হতো।
