আজকাল ওয়েবডেস্ক: কাজের সূত্রে বাইরে থাকতেন। এই ফাঁকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। বিষয়টি জানতে পেরে কোনও অশান্তি, ঝামেলা, মারধর তিনি করেননি। বরং হাসিমুখেই মেনে নিলেন স্ত্রীর প্রেমের সম্পর্ক। এমনকী নিজে সামনে দাঁড়িয়ে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়েও দিয়ে দিলেন। স্বামীর এমন ভালবাসার নজিরে হতবাক সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবির নগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বাবলু ও রাধিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান রয়েছে। একজন দু'বছর বয়সি, অন্যজনের বয়স সাত। কাজের সূত্রে বাবলু বাইরেই থাকতেন বেশিরভাগ সময়। মাস কয়েক আগে বাড়ি ফিরে জানতে পারেন স্ত্রী স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
বিষয়টি জানতে পেরে কোনও অশান্তি বাবলু করেননি। বরং নিজেই কোর্টে গিয়ে স্ত্রীর বিয়ের আয়োজন করেন। সদ্য সেই প্রেমিকের সঙ্গেই রাধিকার বিয়ে দেন তিনি। বিয়ের সময় হাজির ছিলেন কয়েকজন গ্রামবাসীও। স্বামীর চোখের সামনে প্রেমিকের সঙ্গে মালাবদলের সময় কাঁদতেও দেখা যায় রাধিকাকে। সে সময় বাবলু বলেন, 'আমিই সন্তানদের দেখাশোনা করব। তুমি সুখে থাকো।'
ইদানিংকালে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুনের একাধিক খবর প্রকাশ্যে এসেছে। এর মাঝেই দৃষ্টান্ত স্থাপন করলেন বাবলু। তাঁর ভালবাসার নজিরে চোখে জল চলে আসে গ্রামবাসীদেরও।
