আজকাল ওয়েবডেস্ক: হেলমেট মাথা থেকে খুলে ক্যাচ ধরলেন কেকেআর উইকেট কিপার কুইন্টন ডি কক। বরুণ চক্রবর্তীর বলের গতি দেখাল ঘণ্টায় ১১৩ কিলোমিটার।
দুই নাইট তারকার যুগলবন্দিতেই রাজস্থান রয়্যালস হারাল রিয়ান পরাগের উইকেট। বরুণ চক্রবর্তীর মতো রহস্য স্পিনারকে ৯০ মিটার দূরের গ্যালারিতে ছুড়ে ফেললেন রিয়ান পরাগ। কিন্তু পরের বলেই কেল্লা ফতে। একটু জোরের উপরে বল দিয়েছিলেন বরুণ চক্রবর্তী। রিয়ান তুলে মারতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন। বল দীর্ঘক্ষণ শূন্যে থাকে।
কুইন্টন ডি কক অভিজ্ঞ। উইকেটের পিছন থেকে তিনিই ক্যাচ ধরার কল করেন। শূন্যের বল আরও ভাল করে দেখার জন্য হেলমেট খুলেও ফেলেন। সহজেই রিয়ানের ক্যাচ ধরেন তিনি। খেলার প্রতি তাঁর অগাধ জ্ঞান আরও একবার দেখা গেল।
Spinners casting their magic ????
— IndianPremierLeague (@IPL)
First Varun Chakravarthy and then Moeen Ali ????
Updates ▶ https://t.co/lGpYvw7zTj#TATAIPL | #RRvKKR | @KKRiders pic.twitter.com/EfWc2iLVIxTweet by @IPL
সুনীল নারিন হঠাৎই সরে যাওয়ায় নাইট শিবির ধাক্কা খেয়েছিল। কিন্তু মইন আলি দুর্দান্ত বোলিং করেন। তাঁর সঙ্গে বরুণ চক্রবর্তীও রাজস্থান শিবিরকে বশ মানান।
রাজস্থান রয়্যালসের ইনিংসের শেষে বরুণ চক্রবর্তীও বললেন, অল্প সময়ের মধ্যেই নিজেকে মানসিক দিক থেকে প্রস্তুত করেছেন মইন।
