নিজস্ব সংবাদদাতা, ডুয়ার্স:'রাফ অ্যান্ড টাফ' লুকে ডুয়ার্সের লিস নদীর চরে দাপিয়ে বেড়াচ্ছেন কার্তিক আরিয়ান, কখনও চালাচ্ছেন গাড়ি, কখনও শুটিং করছেন চা বাগানের মাঝখানে। জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি সংলগ্ন বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী লিস। এই নদীর চরেই বুধবার থেকে শুরু হয়েছে অনুরাগ বসু পরিচালিত ছবির শুটিং। অনুরাগের এই আগামী ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, বিপরীতে রয়েছেন দক্ষিণী নায়িকা পুস্পা-২র 'কিসিক' গান খ্যাত শ্রীলীলা। মঙ্গলবারই মুম্বাই থেকে উড়ে এসেছেন তাঁরা। অনুরাগ-সহ অভিনেতা অভিনেত্রীদের অস্থায়ী ঠিকানা এখন চালসায় পাহাড়ের উপর অবস্থিত একটি বিলাসবহুল রিসর্ট। 

বুধবার লিস নদীর চরে কার্তিক আরিয়ানকে ক্যামেরার সামনে বেশ কয়েকটি শট দিতেও দেখা গেল। এই ফিল্মের জন্য নিজের লুক একেবারে পরিবর্তন করে ফেলেছেন তিনি। এলোমেলো চুল আর গাল ভর্তি দাড়িতে অনেকটাই অচেনা কার্তিক, তাঁর বাম হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ। ভক্তদের ধারণা রোমান্সের পাশাপাশি ছবিতে থাকবে অ্যাকশনও। কার্তিকের সঙ্গেই দেখা গেল দক্ষিণী অভিনেত্রী শ্রীলিলাকেও। বুধবার শুটিংয়ে গাড়ি চেজ-এর একটি দৃশ্য শুট করা হয়। লিস নদীর চরের পাশাপাশি, চালসা থেকে মেটেলি যাওয়ার রাজ্য সড়কেও শুট হয় গাড়ি তাড়া করার দৃশ্য। প্রসঙ্গত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই এই ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা ছিল। শুটিংয়ের পটভূমিতে ডুয়ার্স ছাড়াও থাকছে দার্জিলিং এবং কালিম্পং। আগামী কালী পূজার আগেই মুক্তি পেতে পারে ছবিটি। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল ছবির নাম হবে আশিকি ৩। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা করা হয়নি ছবির নাম।