আজকাল ওয়েবডেস্ক: সত্য কখনও কখনও গল্পকেও হার মানায়। তেমনই একটি ঘটনার সম্মুখীন হতে হল বছর চল্লিশের ভিক্টোরিয়া হিলকে। যাঁর সঙ্গে প্রেম করে বিয়ে করবেন ভেবেছিলেন, শেষ পর্যন্ত দেখা গেল তিনি তাঁরই নিজের ভাই! আর এর নেপথ্যে রয়েছেন এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কুকীর্তি!

কানেকটিকাটের বাসিন্দা ৪০ বছর বয়সি ভিক্টোরিয়ার মার্কিন সংবাদ সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে শোরগোল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। নিজের সাক্ষাৎকারে ভিক্টোরিয়া দাবি করেছেন, কিছুদিন আগে তিনি নিজের ডিএনএ পরীক্ষা করান আর তার ফল দেখেই মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁর। পরীক্ষার ফল বলছে তাঁর আসল বাবা বার্টন কাল্ডওয়েল নামের এক চিকিৎসক। এই চিকিৎসকের কাছেই তাঁর মা গিয়েছিলেন বন্ধ্যাত্বের চিকিৎসা করাতে। কৃত্রিম প্রজনন পদ্ধতিতে সন্তানধারণ করেন তাঁর মা। ভিক্টোরিয়ার দাবি, ওই চিকিৎসক রোগীদের অনুমতি ছাড়াই নিজের শুক্রাণু ব্যবহার করেন এই প্রক্রিয়ায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই আরও বেশ কিছু মানুষ ডিএনএ পরীক্ষা করান। দেখা যায় মোট ২৩ জন ব্যক্তির বাবা ওই চিকিৎসক।

এখানেই শেষ নয়। ভিক্টোরিয়া জানিয়েছেন, তাঁর প্রাক্তন প্রেমিক যাঁর সঙ্গে তাঁর বিয়ের কথা ছিল তিনিও ওই চিকিৎসকের সন্তান। অর্থাৎ তাঁরা ভাই-বোন! সংবাদমাধ্যমে ভিক্টোরিয়া জানিয়েছেন, গোটা ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি। যে হাসপাতালে ওই চিকিৎসক কাজ করতেন তাদের সাফাই, এই ঘটনায় প্রতিষ্ঠানের কোনও যোগ ছিল না। ওই চিকিৎসক নিজেই এই কাজ করেছেন।