আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দলের জন্য ৫৮ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করে বিসিসিআই। প্লেয়ার এবং হেড কোচকে ৩ কোটি করে দেওয়া হয়। সহকারী কোচ এবং সাপোর্ট স্টাফদের দেওয়া হয় ৫০ লক্ষ করে। বিসিসিআই কর্তারা পান ২৫ লক্ষ। গৌতম গম্ভীর কি রাহুল দ্রাবিড়ের পদাঙ্ক অনুসরণ করবেন? প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর। টি-২০ বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়াকে আর্থিক পুরস্কার দেয় বোর্ড। কিন্তু নিজের সাপোর্ট স্টাফের থেকে বেশি অর্থ নিতে চাননি দ্রাবিড়। সমান অর্থ নেন তৎকালীন ভারতের হেড কোচ। নিজেদের মধ্যে অর্থ ভাগ করে নেন। তবে এখনও তেমন কোনও ইঙ্গিত দেননি গম্ভীর।
নিজের কলমে গাভাসকর লেখেন, 'টি-২০ বিশ্বকাপের পর আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বোর্ড। কিন্তু নিজের কোচিং এবং সাপোর্ট স্টাফের থেকে বেশি টাকা নিতে চায়নি রাহুল দ্রাবিড়। এমনকী নিজের টাকা সবার মধ্যে ভাগ করে নেন। প্রায় ১৫ দিন হয়ে গিয়েছে বিসিসিআই আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। তবে আমরা বর্তমান কোচের থেকে কিছু শুনিনি। উনিও কি দ্রাবিড়ের মতো করবেন? নাকি দ্রাবিড় ভাল রোল মডেল নয়?' গম্ভীর দ্রাবিড়ের মতো দৃষ্টান্ত সৃষ্টি করবে কিনা এখনও জানা নেই। তবে ক্রিকেটারদের পুরস্কৃত করার জন্য বোর্ডের প্রশংসা করেন কিংবদন্তি। গাভাসকর বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ৫৮ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ১২৫ কোটি ঘোষণা করা হয়েছিল। এটা খুবই ভাল বিষয়। ক্রিকেটারদের পরিশ্রমের সম্মান জানানো হচ্ছে। আইসিসির আর্থিক পুরস্কারও প্লেয়ারদের কাছে রাখতে দিচ্ছে বিসিসিআই।' বোর্ডের এই উদ্যোগে খুশি প্রাক্তন তারকা।
