আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে নিজেদের জায়গায় বহাল স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা। মঙ্গলবার দুবাইয়ে মহিলাদের টি-২০ ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। তাতে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন স্মৃতি। বোলারদের ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান ধরে রাখেন দীপ্তি। মান্ধানা ছাড়া ব্যাটারদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় নেই। ১১ নম্বরে রয়েছেন হরমনপ্রীত কৌর। জেমাইমা রডরিগেজ রয়েছেন ১৫ নম্বরে। তাঁর একধাপ নীচে শেফালি বর্মা। ব্যাটারদের তালিকায় একনম্বর স্থান বেথ মুনির দখলে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ারই তেহলিয়া ম্যাকগ্রা। ভারতীয়দের মধ্যে মান্ধানা ছাড়া কেউ জায়গা পায়নি।
বোলারদের মধ্যে তৃতীয় স্থান ধরে রাখেন দীপ্তি শর্মা। তাঁর আগে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন এবং পাকিস্তানের সাদিয়া ইকবাল। বোলিং ক্রমতালিকায় ওপরে উঠে আসেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। দু'ধাপ ওপরে উঠে চার নম্বরে চলে এলেন। এটাই তাঁর সেরা আইসিসি ব়্যাঙ্কিং। ক্রমতালিকায় এগোন ডার্সি ব্রাউনও। টি-২০ অলরাউন্ডারদের তালিকায় একনম্বরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। দ্বিতীয় স্থানে অ্যামেলিয়া কের। দু'ধাপ ওপরে উঠে আসেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার।
