জয়ন্ত আচার্য, ঢাকা:‌‌ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বুধবার নির্বাচনী প্রচার শুরু করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার সিলেট থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সফর। শেখ হাসিনা এদিন সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরাণের (রহ.) মাজারে জিয়ারত শেষে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন। এরপর বিভিন্ন জেলায় তিনি ভার্চুয়াল ও সরাসরি প্রচার করবেন। এর মধ্যে বরিশাল, গোপালগঞ্জ ও মাদারীপুরে সরাসরি প্রচার করবেন প্রধানমন্ত্রী।
 প্রধানমন্ত্রীর সফর ও প্রচারকে ঘিরে সিলেটে উৎসাহী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জননেত্রীর আগমনকে ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার–ফেস্টুনে সেজেছে সিলেট নগরী। জনসভায় ১০ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।