আজকাল ওয়েবডেস্ক: প্রায় ছয় বছর আর্জেন্টিনার বিরুদ্ধে জেতেনি ব্রাজিল। নীল-সাদা জার্সিধারীদের বিরুদ্ধে আসন্ন লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী রাফিনিয়া। তাঁর বিশ্বাস, বিশ্বজয়ী আর্জেন্টিনাকে হারানো তাদের পক্ষে সম্ভব। 

বুধবার সকালে আর্জেন্টিনার ঘরের মাঠে খেলবে ব্রাজিল। ২০১৯ সালে শেষবার ব্রাজিল জিতেছে আর্জেন্টিনার বিরুদ্ধে। সেটা ছিল কোপা আমেরিকার সেমিফাইনাল। তারপর থেকে চারবারের সাক্ষাতে তিনটিতেই ব্রাজিল হার মেনেছে। অন্যটি হয়েছে ড্র।

২০২৩ সালের বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ১-০ গোলে হার মেনেছিল ব্রাজিল। রোমারিওর সঙ্গে ইউটিউবে এক আলোচনায় রাফিনিয়া বলেছেন, ''এবার জিতে হাসতে হাসতে মাঠ ছাড়ব।'' রাফিনিয়া আরও বলেন, '' শেষবার মারাকানায় খেলেছিলাম,তখন আমিও ছিলাম, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে সবকিছু হয়নি। এখন আমাদের জিততে হবে। চলো ওদের হারাই।''