নিজস্ব সংবাদদাতা, মুম্বই: পর্দায় ভেসে উঠল, ‘এই দৃশ্য ভয়ঙ্কর দেখানোর উপযুক্ত নয়...' এরপরই তীব্র আর্তনাদ, বাঁচার করুণ আর্তি। কয়েক রাউন্ড গুলি! তারপর সব স্তব্ধ। একের পর এক গুলিতে মৃত্যু অগুনতি মানুষের। ১৯১৯ সালের ১৩ এপ্রিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর সেই নির্মম জালিয়ানওয়ালবাগ হত্যাকাণ্ড। সোমবার সেই ঘটনারই ঝলক প্রকাশ পেল 'কেশরী-২'-এর টিজারে। 

চার বছর আগে প্রযোজক করণ জোহার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। সোমবার ‘কেশরী’ ছবির সিক্যুয়েলের টিজারে ফুটে উঠেছে ব্রিটিশদের সেই নির্মম অত্যাচারের কাহিনি। ছবির প্রথমে ঝলকে আইনজীবীর ভূমিকায় নজর কাড়লেন অক্ষয় কুমার। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ঝলকে প্রথম ৩০ সেকেন্ড কোনওরকম ভিস্যুয়াল নেই। শুধুই গুলি আর আর্তনাদ। 

বলিউডে দেশাত্মবোধক ছবি মানেই প্রথম তালিকায় থাকেন অক্ষয় কুমার। ‘মিশন মঙ্গল’, ‘কেশরী’,‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে এহেন একের পর এক ছবিকে দেশ প্রেম উসকে দিয়েছেন বিটাউনের খিলাড়ি। এবার সেই তালিকাতেই সংযোজন ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। যেখানে সি শংকরণ নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে ওঠা থেকে শুরু করে আদালতে দাঁড়িয়ে সমস্ত ব্রিটিশ কর্মীদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধনা, পর্দায় দাপটে সঙ্গে তা ফুটিয়ে তুলেছেন অক্ষয় কুমার।

টিজারে দেখা গিয়েছে, আদালতে ব্রিটিশরাজের বিরুদ্ধে ‘যোগ্য ভাষায়’ প্রতিবাদ করেন সি শংকরণ নায়ার। আগামী ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। যে ছবিতে অক্ষয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আর মাধবন এবং অনন্যা পাণ্ডেকে।