আজকাল ওয়েবডেস্ক: ঠিক একমাস পরেই ছিল বিয়ে। মা-বাবার অবর্তমানে মর্মান্তিক পরিণতি ২০ বছরের এক তরুণীর। বাড়ির অদূরে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ার একটি গ্রামে। তরুণীর দিদা পুলিশকে জানিয়েছেন, দু'দিন আগেই তাঁর বাবা-মা লখনউয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন। তাঁর ভাই থাকে গুজরাটে। ২৫ এপ্রিল তরুণীর বিয়ে ছিল। এই কদিন দিদার কাছেই ছিলেন তিনি। রবিবার বাড়ি থেকে কয়েক মিটার দূরে একটি জাম গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। দিদার দাবি, এটি আত্মহত্যা নয়, খুন। তরুণীকে হত্যার পিছনে অনেকের হাত রয়েছে। সকলের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এদিকে পুলিশ জানিয়েছে, তরুণীর দুই হাত পিছনে বাঁধা ছিল। মাটি থেকে ছ'ফুট উঁচুতে গাছের ডাল থেকে ঝুলছিল তাঁর দেহ। মাটি থেকে এত উঁচুতে উঠে আত্মহত্যা করা সম্ভব নয়। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে খুন করা হয়েছে। তাঁকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা এখনও জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের পরেই জানা যাবে। পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করেছে।
