সংবাদ সংস্থা মুম্বই:  ২০২৩ সালে 'টাইগার ৩'-এর পর, ফের ঈদে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে সালমান খান এবং ইমরান হাশমিকে। তবে নতুন কোনও ছবিতে নয় কিন্তু। তাহলে? খুলেই বলা যাক বিষয়টা। ইমরান হাশমির আগামী ছবি 'গ্রাউন্ড জিরো'-র প্রথম ঝলক ৩১ মার্চ সলমন খানের 'সিকান্দর' শুরু আগে সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। সেই হিসাবে সলমনের সঙ্গে একযোগে বড়পর্দায় ইমরান আসছেন বৈকি! 

এমনিতেই বড়পর্দা থেকে বছর দেড়েক ধরে উধাও সলমন। সেই নিরিখে ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের আশা,  'সিকান্দর' বক্স-অফিস কাঁপাতে চলেছে। একে সলমন খান, তার উপর ব্যাপক অ্যাকশন, সেই কারণে এই ছবি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় হতে পারে। এক্সেল এন্টারটেইনমেন্ট সংস্থা এই সুযোগটি কাজে লাগিয়েই 'গ্রাউন্ড জিরো'  ছবির টিজার 'সিকান্দর'-এরের সঙ্গে জুড়ে দিয়েছে, যাতে আরও বেশি পরিমাণ দর্শকের কাছে এই ছবির খবর পৌঁছে যেতে পারে। 

এছাড়া, জানা গিয়েছে যে 'গ্রাউন্ড জিরো' মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল। এটি একটি অ্যাকশন থ্রিলার, যেখানে ইমরান হশসমি-কে একজন  বিএসএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট-এর চরিত্রে দেখা যাবে। টিজারের পর ইমরানের এই ছবির ট্রেলার ও গানও ক্রমান্বয়ে মুক্তি পাবে যা  ধীরে ধীরে 'গ্রাউন্ড জিরো'কে প্রেক্ষাগৃহে মুক্তির দিকে নিয়ে যাবে। ছবিটি  পরিচালনা করেছেন তেজস দেবস্কর।

 

রবিবাসরীয়র অলস বিকেলে সলমনের আগামী ছবি 'সিকান্দর' -এর চূড়ান্ত ঝলক।  'সিকান্দর'-এর ট্রেলারে  সলমন খানকে দেখা যাচ্ছে সঞ্জয় ওরফে সিকান্দর হিসেবে, যিনি বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা। এককথায় দুঃখীর 'ত্রাতা মধুসূদন'।  তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গেল রশ্মিকা মন্দানাকে, একটি ঘটনার দরুণ যাঁর মৃত্যু হবে। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সংকল্প নিয়ে মুম্বই পৌঁছোন সিকান্দর এবং সেখানে মন্ত্রী প্রধান (সত্যরাজ) এর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। ৩ মিনিট ৩৩ সেকেন্ডের দীর্ঘ সিকান্দর -এর ঝলক বলিউডের অন্যতম দীর্ঘতম ঝলকের তকমা পেল।