ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাজার ওয়াটের আলো জ্বালাতে আসছেন ইউসেফ এজেজারি।
2
11
হামিদ আহদাদ ও হিরেশি ইবোসুকি খেললেও তাঁরা কিন্তু ইস্টবেঙ্গলের গোলখরা কাটাতে পারেননি।
3
11
সুপার কাপের পরেই দুই স্ট্রাইকার ইস্টবেঙ্গল ছেড়ে চলে যান।
4
11
বাধ্য হয়েই লাল-হলুদ স্ট্রাইকারের খোঁজে নেমেছিল।
5
11
ইউসেফ এজেজারির সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। সইও করে ফেলেছেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার। ইস্টবেঙ্গলের তরফে সরকারি ভাবে কেবল জানানোর অপেক্ষা।
6
11
সূত্রের খবর, ৩০ জানুয়ারি কলকাতায় পা রাখছেন ইউসেফ এজেজারি।
7
11
এগিয়ে আসছে আইএসএল। ইস্টবেঙ্গল আসন্ন আইএসএলের জন্য পরিকল্পনা করে ফেলেছে। এজেজারিকে নিয়েও করা হয়ে গিয়েছে পরিকল্পনা।
8
11
ইউসেফ এজেজারি এলেও তিনি কি পুরো সময় খেলবেন? তাঁকে নিয়ে চিন্তাভাবনা যে অন্য।
9
11
সূত্রের খবর, একটা অর্ধের জন্য হয়তো তাঁকে ব্যবহার করা হতে পারে।
10
11
আইএসএলের নিয়মানুযায়ী, প্রথম একাদশে জায়গা পাবেন চারজন বিদেশি। শুরু থেকেই চার বিদেশিকে খেলানো যায়। ইস্টবেঙ্গলও শুরু থেকেই চার বিদেশি নিয়ে নামবে। এই চার জন হলেন রক্ষণে কেভিন সিবিলে, মাঝমাঠে রশিদ ও সল এবং আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলবেন মিগুয়েল। নব্য বিদেশি স্ট্রাইকার যদি প্রথম একাদশে জায়গা করে নেন, তাহলে উপরের চার বিদেশির মধ্যে যে কোনও একজনকে বসতে হবে। নয়তো পরিবর্ত হিসেবে খেলানো হতে পারে এজেজারিকে।
11
11
সূত্রের খবর দ্বিতীয়ার্ধে ইউসেফ এজেজারিকে নামানোর সম্ভাবনাই বেশি। যত দ্রুত দলের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেন, ততই ইস্টবেঙ্গলের সুবিধা। কারণ আইএসএল দরজায় প্রায় কড়া নাড়তে শুরু করে দিয়েছে।