বলিউড তারকা অক্ষয় কুমার সম্প্রতি একেবারে মজার ছলেই ইঙ্গিত দিলেন, পরিচালক ফারাহ খান এখন রীতিমতো ‘কোটিপতি’। বিশেষ করে তাঁর ইউটিউব ভ্লগ ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ঘিরে যে বিপুল জনপ্রিয়তা তৈরি হয়েছে, তা নিয়েই এই রসিকতা। ফারাহর ভ্লগে দেখা যায়, নিজের রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে তিনি একের পর এক তারকার বাড়িতে হাজির হন, শিখে নেন তাঁদের পারিবারিক রান্নার রেসিপি আর সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল।

সম্প্রতি নতুন গেম শো ‘হুইল অফ ফরচুন’-এর গ্র্যান্ড প্রিমিয়ার পর্বে এই মজার মুহূর্ত ধরা পড়ে। অনুষ্ঠানে হুইলচেয়ারে করে হাজির হন পরিচালক সাজিদ খান। নিজের বিপুল হাসপাতালের বিলের কথা তুলে ধরে তিনি মজা করে জানান, তাঁর চিকিৎসার খরচ নাকি ১৮ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে, তার উপর আবার জিএসটি আলাদা! সুযোগ হাতছাড়া না করে অক্ষয় কুমার সঙ্গে সঙ্গেই সাজিদকে খোঁচা দিয়ে বলেন, “আজ অন্তত ২০ লক্ষ টাকা কামাও, না হলে বিল শোধ করতে পারবে না!” খুনসুটির সুরে সাজিদও পাল্টা বলেন, “আজ যদি টাকা না রোজগার করতে পারি, তাহলে বড় সমস্যা। হাসপাতালের লোকজন এখন ফিল্ম সিটির বাইরে দাঁড়িয়ে আছে। বিল না দিয়েই এখানে এসেছি!”

এই কথোপকথনের মাঝেই জমে ওঠে আরও হাসির রোল। অক্ষয়ের সঙ্গে রীতেশ দেশমুখও যোগ দেন, আর তখনই টেনে আনা হয় ফারাহ খানের প্রসঙ্গ। মজা করে অক্ষয় বলেন, সাজিদের টাকা নিয়ে একেবারেই চিন্তার কিছু নেই, কারণ তাঁর দিদি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রোজগার করছেন। ফারাহর ভ্লগের দিকেই ইঙ্গিত করে অক্ষয়ের রসিক মন্তব্য, “তোমার এমন এক বোন আছে, যে প্রচুর টাকা কামাচ্ছে। লোকের বাড়িতে গিয়ে রান্না করছে। শুধু খাবার রান্না নয়, লোকের মাথাও খেয়ে নিচ্ছে!”

এই মজার খুনসুটিতে হেসে লুটোপুটি খান সাজিদ খান। পরে ফারাহ খান নিজেও এই প্রোমো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মজার ছলে লেখেন, “তোমাদের জন্য আমার একটাই কথা, বদমাইশের দল!!!”

উল্লেখ্য, ‘হুইল অফ ফরচুন’ গেম শোটি সঞ্চালনা করছেন অক্ষয় কুমার। অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হচ্ছে ২৭ জানুয়ারি থেকে।

এদিকে, ফারাহ খানের সাম্প্রতিক ইউটিউব ভ্লগেও মিলেছে আরও এক চমক। সেখানে তিনি হাজির হয়েছিলেন অভিনেতা নকুল মেহতার মুম্বইয়ের বাড়িতে। আলাপচারিতার মাঝেই নকুল জানান, ফারাহ যে ধরণের বড় মাপের বিনোদনমূলক ছবি বানাতেন, সেই ঘরানার সিনেমা তিনি খুব মিস করেন। উত্তরে ফারাহ হাসতে হাসতে বলেন, “এখনই বানাব! বাচ্চারা কলেজে চলে গেলেই শুরু করব। ইন্টারনেটে তো ‘ফিরে এস ফারাহ খান’ বলে আলাদা পিটিশনই চলছে। তাই মনে হচ্ছে, বছরের শেষের দিকেই আবার পরিচালনায় ফিরব।”

ফারাহ খানের এই মন্তব্যে তাঁর অনুরাগীদের মধ্যেও ফের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, তাঁর পরিচালনায় প্রত্যাবর্তনের অপেক্ষা যে আরও জোরালো, তা বলাই বাহুল্য।