আজকাল ওয়েবডেস্ক: রবিবার চিপকে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। 

আরও নির্দিষ্ট করে বললে মহেন্দ্র সিং ধোনি বনাম রোহিত শর্মা। দু'জনের হাতেই নেই নেতৃত্বের আর্মব্যান্ড। তবুও এই দুয়ের লড়াই দেখতেই তৈরি হচ্ছে গোটা দেশ। 

এর মধ্যেই একটি বিজ্ঞাপনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় রোহিতের মজা করে এক মন্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে। 

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, কপিল দেব নিখাঞ্জ ও মহেন্দ্র সিং ধোনি প্রতিভা অন্বেষণে ব্যস্ত। এমন সময়ে দেখা যায় রোহিত শর্মা ধোনি ও কপিলকে উদ্দেশ করে বলছেন, ''সেলফি চাই নাকি অটোগ্রাফ?'' 

হিটম্যানের এহেন জিজ্ঞাসায় দুই সফল প্রাক্তন অধিনায়কই বিস্মিত হয়ে যান। পরে দেখা যায় রোহিত তাঁর স্বভাবজাত ভঙ্গিতে হাসতে হাসতে ধোনির কাছে ক্ষমা চাইছেন। 

১৯৮৩ সালে কপিলের নেতৃত্বে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তার ২৮ বছর পরে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত ঘরের মাঠে দ্বিতীয়বার বিশ্বজয় করে। ২০২৩ সালের বিশ্বকাপে রোহিত শর্মার ভারতের স্বপ্নভঙ্গ হয় ফাইনালে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিত সেই যন্ত্রণা কিছুটা হলেও ভোলেন। 

এবার নতুন পরীক্ষা। চিপকে মহারণ। সবার নজরে ধোনি। রোহিতও কিন্তু মন জেতার জন্য তৈরি থাকবেন।