আজকাল ওয়েবডেস্ক: গোটা দেশের গেট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানে প্রচুর পরীক্ষার্থী ভাল ফল করেছে। আবার অনেকে বিফল হয়ে মুখ চুন করে বসে রয়েছে। তবে এরই মধ্যে অবাক করা খবর উঠে এল।


সামাজিক মাধ্যমে এক পড়ুয়া একটি ছবি আপলোড করেছে। সেখানে দেখা গিয়েছে নিছক মজার ছলে গেট পরীক্ষায় বসেছিল এই পড়ুয়া। তবে অবাক করা কাণ্ডটি তখন ঘটে যখন গোটা দেশের মধ্যে ১৮ তম স্থান পায় সে। গেটের মতো একটি পরীক্ষায় বসে নিছকই সময় কাটাতে চেয়েছিল এই পড়ুয়া। তবে এরপর যে ফল বের হল তা দেখে সে নিজে সবথেকে বেশি অবাক। 

 


খানিক পরেই নিজের সামাজিক মাধ্যম থেকে এই পোস্টটি সে মুছে দেয়। তবে ততক্ষণে যা হওয়ার তাই হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ছবি। সকলেই এই পড়ুয়ার কৃতিত্বের জন্য তাকে বাহবা দিতে শুরু করে। নিজের পোস্ট থেকে মুছে দিলেও তার পোস্ট করা ছবি ততক্ষণ সকলের কাছে পৌঁছে গিয়েছে।

 


এই পড়ুয়ার হোয়াটসঅ্যাপের পোস্ট করা ছবিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে সে লিখেছে গেটের ফল প্রকাশিত হয়েছে। ১৮ তম স্থান পেয়েছি। তবে এই ফল আরও ভাল হতে পারত। এই পোস্টটি খানিক সময়ের মধ্যেই ৮০ হাজার ভিউ হয়ে যায়। সেখান থেকে আসে মিশ্র প্রতিক্রিয়া।
অনেকে লিখেছেন যে পরীক্ষা নিয়ে মানুষ বছরের পর বছর ধরে পরিশ্রম করে কীভাবে সেই পরীক্ষা এত সহজে উতরে গেল এই পড়ুয়া। আবার অন্য একজন বলেছেন, যদি এই ধরণের পরীক্ষা এতটা সহজে ফল করা যায় তাহলে ভবিষ্যতে এই পরীক্ষা থেকে সকলের ভয় কেটে যাবে। 

 


গেট পরীক্ষায় প্রতি বছর প্রচুর মেধাবী পড়ুয়ারা অংশ নেয়। যদি এখান থেকে ভাল নম্বর পেয়ে তারা পাস করতে পারে তাহলে সেখান থেকে তাঁদের ভবিষ্যত উজ্জল হয়ে ওঠে। তবে এই পোস্ট থেকে আগামীদিনে এই পরীক্ষা নিয়ে বেশকিছু প্রশ্ন উঠে গেল সেকথা বলার অপেক্ষা রাখে না।