আজকাল ওয়েবডেস্ক: একটি বিজ্ঞপ্তি, আর যার জেরেই তোলপাড়। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শুক্রবার রাত্রি পর্যন্ত, অর্থাৎ দিনভর বন্ধ থাকবে অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। কিন্তু কেন? কারণ কী? 

কারণ হিসেবে জানা গিয়েছে, লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লন্ডন শহরের পশ্চিমে অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্রে  অগ্নিকাণদের পর পর্যাপ্ত বিদ্যুতের অভাব দেখা দিয়েছে লন্ডন জুড়ে। প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎছিন্ন অবস্থায়, একপ্রকার অন্ধকারে রয়েছে। পর্যাপ্ত বিদ্যুতের যোগানের কারণেই বন্ধ বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিথরো। 

যাত্রীদের উদ্দেশে বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার সকালে একটি বিজ্ঞপ্ত জারি করে। তাতে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে পর্যাপ্ত বিদ্যুতের অভাব। এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত হিথরো বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে তাঁদের নির্দিষ্ট বিমান বিষয়ে যাত্রীরা যেন ওই সংস্থার থেকেই পরবর্তী তথ্য সংগ্রহ করেন।
 এই বিমান বন্দর থেকে প্রতি ঘণ্টায় বহু উড়ান ওঠা-নামা করে। সেখানে আচমকা দিনভর বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় সমস্যার মুখে যাত্রীরা। 

অগ্নিকাণ্ড প্রসঙ্গে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, তারা ১০টি দমকল ইঞ্জিন এবং প্রায় ৭০জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে এবং ২০০ মিটার নিরাপত্তা বেষ্টনী কার্যকর করা হয়েছে। ধোঁয়ার কারণে লন্ডনের হিলিংডন বরোর হেইস-এ অবস্থিত সাবস্টেশনটির স্থানীয় বাসিন্দাদের ভেতরে থাকতে এবং দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।