যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদের কাছে সুখবর। এসবিআই এবার নিয়ে এসেছে নতুন পেনশন প্যাকেজ। এরফলে মিলবে বিশেষ সুবিধা।
2
9
এসবিআইয়ের এই পেনশন প্যাকেজে থাকছে বেশ কয়েকটি সুবিধা। এখানে টাকার পরিমান নিয়ে কোনও সমস্যা নেই। রয়েছে দুর্ঘটনাজনিত ইনস্যুরেন্স কভারও।
3
9
ডিএফএস, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে এবিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। এটির নাম রাখা হয়েছে পিএসবি। এটি শুধুমাত্র এসবিআই ব্যাঙ্কেই মিলবে।
4
9
এই ধরণের প্যাকেজের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিশেষ সুবিধা পাবেন। এখানে কোনও ন্যুনতম ব্যালেন্স নেই। কোনও এসএমএস চার্জ নেই।
5
9
এখানে আপনি পাবেন রুপে প্ল্যাটিনাম গোল্ড ডেবিট কার্ড। ইনস্যুরেন্সের জন্য কোনও বাড়তি চার্জ নেই। থাকছে ৩০ লাখ টাকার একটি দুর্ঘটনাজনিত বীমা।
6
9
এখানে থাকছে ১০ লাখ টাকা পর্যন্ত প্লাস্টিক সার্জারির সুবিধা। ৫ লাখ টাকা পর্যন্ত ওষুধের খরচ। ৫ লাখ টাকা পর্যন্ত কোমায় যাওয়ার খরচ।
7
9
এয়ার অ্যাম্বুলেন্সের জন্য থাকছে ১০ লাখ টাকার সুবিধা। শিশুদের জন্য থাকছে ৮ লাখ টাকা পর্যন্ত শিক্ষাঋণ। যদি পরিবারের কেউ দুর্ঘটনায় পড়েন তাহলে সেখানে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
8
9
এই সমস্ত সুবিধাই এসবিআইয়ের সমস্ত শাখাতে মিলবে। প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মীরাই এই সুবিধা পাবেন। তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
9
9
যারা এই সুবিধা পাবেন তারা দ্রুত এসবিআই শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে তবেই নিজের সিদ্ধান্ত নেবেন।