আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টে না খেলে মহম্মদ রিজওয়ান স্থানীয় একটি ক্লাবের হয়ে খেলছেন। 

ক্লাব ক্রিকেট খেলতে ব্যস্ত রিজওয়ান, সেই ছবি দেখা গিয়েছে পাক সংবাদমাধ্যমের পাতায়। 

বোর্ডের সিদ্ধান্ত না মেনে ক্লাব ক্রিকেটে খেলতে নেমে রিজওয়ান আসলে অপমান করেছেন বোর্ডকেই। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন পেসার সিকন্দর বখত। রিজওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে নেতৃত্ব দেন রিজওয়ান। কিন্তু পাকিস্তান প্রথমে নিউজিল্যান্ড পরে ভারতের কাছে হার মেনে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। 

পাকিস্তান-নিউ জিল্যান্ড সফরে দলে থেকে বাদ পড়েছেন বাবর আজম ও রিজওয়ান। তবুও  ভাগ্য বদলায়নি পাকিস্তানের। পাকিস্তানের সংবাদমাধ্যমে লেখা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ধর্মীয় কারণে সৌদি আরবে চলে যান রিজওয়ান। 

পেশাওয়ারে ফেরার পরে বোর্ডের টুর্নামেন্টে না নেমে ক্লাব ক্রিকেট খেলতে নেমে পড়েন রিজওয়ান। সংবাদ মাধ্যমের পাতায় রিজওয়ানের ছবিও বেরোয়।  সেখানে দাবি করা হয়,তিনি অপরাজিত সেঞ্চুরি করেন। 

সিকন্দর বলেছেন,পিসিবি-র আয়োজিত টুর্নামেন্টে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরই খেলা উচিত। এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সিকন্দর। পাকিস্তানের হয়ে ২৬টি টেস্ট ও ২৭টি ওয়ানডে খেলেন তিনি। সিকন্দর আরও বলেন,''পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারী ক্রিকেটাররা। প্রতি মাসে ৬০ লাখ টাকা বেতন পায় ওরা। পিসিবি যে টুর্নামেন্ট আয়োজন করছে,সেখানে ওদের অবশ্যই খেলতে হবে।''

সিকন্দর আরও বলেন, ''মহসিন নকভির আরও কঠোর হওয়া উচিত। অত্যন্ত ভদ্র মানুষ তিনি, কিন্তু অন্য উপায় তাঁকে বের করতে হবে।'' 

প্রাক্তন ক্রিকেটার বললেন বটে, তবে কিজওয়ান কি তা শুনলেন?