আজকাল ওয়েবডেস্ক: ভারত সফরে আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ড। সোমবার তিনি বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তারপরেই সাক্ষাৎকার দেন একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায়।

সেখানেই তুলসী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তুলসীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানাল ইউনূস প্রশাসন। বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউনূস প্রশাসন বলছে, তুলসীর মন্তব্য বিভ্রান্তিকর, বাংলাদেশের সুনামের জন্য ক্ষতিকর। 

সাক্ষাৎকারে কী বলেছেন তুলসী? তিনি সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন, হত্যা নিয়ে  উদ্বিগ্ন আমেরিকা। বাংলাদেশের ইসলামিক সন্ত্রাস নিয়েও আমেরিকা উদ্বিগ্ন বলে জানান তিনি। 

তুলসীর এই মন্তব্যের পরেই ইউনূস প্রশাসন বিবৃতি জারি করে। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রের খবর, বিবৃতি জারি করে বলা হয়েছে, তুলসীর মন্তব্য, ‘বিভ্রান্তিকর’, এবং ‘বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেছে সরকার। সঙ্গেই বলা হয়েছে, ‘গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বরং সমগ্র জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।‘