আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ আইপিএলের আগে খোল-নলচে বদলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। দলে একাধিক নতুন মুখ। দলের উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল মনে করেন, নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লির ট্রফির খরা কাটবে। মেগা নিলামের আগে বাংলার ক্রিকেটারকে রেখে দেয় দিল্লি। অভিষেক মনে করেন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছয় বছর কাটিয়ে ফেলায় দল এবং প্লেয়ারদের বোঝেন অক্ষর। ২০১৯ সাল থেকে ক্যাপিটলসদের সঙ্গে আছেন অক্ষর। ভারতের সাদা বলের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এবার অক্ষরের অধিনায়কত্বে নতুন স্বপ্ন দেখছেন বাংলার ক্রিকেটার। অভিষেক বলেন, 'বেশ কয়েকবছর ধরে অক্ষর ভাই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আছে। তাই ও ফ্র্যাঞ্চাইজির সবকিছু জানে। অধিনায়ক হিসেবে ও ভাল হবে। আমাদের জন্যও ভাল। ও বড় ভাইয়ের মতো। মাঠে এবং মাঠের বাইরে আমাকে অনেক সাহায্য করেছে। মাঠের বাইরে ও মজাদার। কিন্তু মাঠে খুবই ফোকাসড। আমি ওর অধিনায়কত্বে খেলার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত ওর নেতৃত্বে দিল্লি ট্রফি জিতবে।'
ইদানিং ভয়ডরহীন ক্রিকেট খেলেন অভিষেক। এই পরিবর্তনের জন্য সৌরভ গাঙ্গুলিকে কৃতিত্ব দেন বাংলার উইকেটকিপার ব্যাটার। গতবছর দিল্লির ক্রিকেট ডিরেক্টর ছিলেন প্রাক্তন অধিনায়ক। তবে এবার পদ বদলে গিয়েছে। সৌরভের জায়গায় দিল্লির নতুন ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাও। মেয়েদের আইপিএলে ফোকাস করছেন সৌরভ। তবে এই জায়গায় পৌঁছনোর জন্য, প্রাক্তন বোর্ড সভাপতির কাছেই কৃতজ্ঞ বাংলার ক্রিকেটার। অভিষেক বলেন, 'দিল্লি ক্যাপিটালস আমাকে অনেক সুযোগ দিয়েছে। আমি ওদের কাছে কৃতজ্ঞ। এই সুযোগ পাওয়ায় নিজের খেলাকে পরর্বতী পর্যায় নিয়ে যেতে পেরেছি। গাঙ্গুলি স্যার আমাকে খুব সাহায্য করেছে। আমার পাশে থেকেছে। সবসময় হাত খুলে খেলার পরামর্শ দিয়েছে।' বাংলার হয়ে সফল হন অভিষেক। আইপিএলের আরও একটি সংস্করণ শুরু হওয়ার আগে এটাই প্রেরণা বাংলার তরুণ ক্রিকেটারের। গতবছর রিকি পন্টিং এবং ঋষভ পন্থের সঙ্গে প্রচুর সময় কাটান। দুই তারকার থেকে অনেক কিছু শিখেছেন। এবার সেই মোটিভেশন কাজে লাগাতে চান। পন্থ অভিষেককে বলেছিলেন, 'তুমি পারবে। তুমি ভাল খেলো।' এবার দিল্লিতে নেই ঋষভ। কিন্তু প্রাক্তন অধিনায়কের এই বার্তা অভিষেকের কানে বাজছে।
