আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম ভাঙার পর একা একাই দাঁত পরিষ্কার করতে গিয়েছিল সে। টিউব থেকে পেস্ট বের করে দাঁত পরিষ্কার করছিল। আচমকা শরীরে অস্বস্তি। মুহূর্তের মধ্যে শারীরিক অবস্থার অবনতি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অবশেষে চরম পরিণতি তিন বছরের শিশুকন্যার। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কড়ে আগালিতে। পুলিশ জানিয়েছে, ওই শিশুকন্যা টুথপেস্ট ভেবে ইঁদুর মারার বিষ দিয়ে দাঁত ব্রাশ করছিল। সে সময় তার আশেপাশে‌ বাড়ির সদস্যরা ছিলেন না। শরীরে অস্বস্তি হতেই সে লুটিয়ে পড়ে। তখন দ্রুত সকলে ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার আরও অবনতি হতে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। 

পরিবার সূত্রে খবর, বাড়ির মধ্যে রং করার জিনিসপত্র রাখা ছিল ছিল। সেখানেই একপাশে পড়েছিল ইঁদুর মারার বিষের টিউব। টুথপেস্ট ভেবে সেই টিউব থেকে পেস্ট বের করে ব্রাশ করে সে। তাতেই ঘটে বিপত্তি। ইঁদুর মারার বিষ খেয়েই মৃত্যু হয় তার। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।