শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ১৭ মার্চ ২০২৫ ১৫ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেশিরভাগই মাসের পর মাস হাড়-ভাঙা কাজ করে স্বপ্ন দেখেন কয়েক দিন ছুটি কাটানোর। কিন্তু, এর উল্টোটা যদি হয়? মাসের পর মাস অফিসে না গিয়ে, কোনও কাজ না করেও যদি মেলে পুরো বেতন! তাহলে তো আনন্দ আর ধরে না। স্পেনে সরকারি এক কর্মচারীর কপালে এমনই আশীর্বাদ ঘটেছিল। ছয় বছর কাজ না করে, অফিস না গিয়ে, কোনও দায়িত্ব না নিয়েই সম্পূর্ণ বেতন পেয়েছেন জোয়াকিন গার্সিয়া। তবে, এই সুখের কথা ফাঁস হতেই অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁকে। কড়া নির্দেশ দিয়েছে আদালত।
মজার বিষয় হল যে, দীর্ঘ ছয় বছর ধরে গার্সিয়ার দীর্ঘ অনুপস্থিতির কথা প্রকাশ্যে আসে ঠিক যখন তাঁকে তাঁর দীর্ঘ চাকরির জন্য পুরস্কৃত করার কথা উঠেছিল। ২০১০ সালে, ওই সরকারি প্রতিষ্ঠানটি দীর্ঘ সেবার জন্য গার্সিয়াকে পুরস্কৃত করতে চেয়েছিল। সংবাদপত্র 'টাইমস'-এর প্রতিবেদন অনুসারে, ১৯৯০ সালে জোয়াকিন গার্সিয়া স্পেনের ক্যাডিজে একটি পৌর জল সংস্থার প্ল্যান্ট সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন। সেখানে জোয়াকিনের কাজ পর্যবেক্ষণের (সুপারভাইজার) জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি। তবে ওই সরকারি সংস্থায় কর্তাদের মধ্যে গোলমালের সুযোগ নিয়ে গার্সিয়া কাজ এড়িয়ে য়েতে সক্ষম হয়েছিলেন। ওই সংস্থার দু'টি বিভাগ ধরে নিয়েছিল যে, অন্যটিতে কাজ করছেন জোয়াকিন গার্সিয়া। এবাবেই চলে দীর্ঘ্য ছয় বছর।
তবে, কাজ না করলেও ওই জোয়াকিন ওই ছয় বছর পূর্ণ বার্ষিক বেতন ৪১,৫০০ ডলার (৩৬ লক্ষ টাকা) পেয়েছিলেন। জোয়াকিন গার্সিয়াকে কাজে নিয়োগ করেছিলেন জর্জ ব্লাস ফার্নান্দেজ। তিনি ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্যাডিজ শহরের ডেপুটি মেয়র ছিলেন। সেই জর্জ 'দ্য গার্ডিয়ান'কে বলেন, "আমরা ভেবেছিলাম পুরসভার জল বিভাগ গার্সিয়ার কাজের তত্ত্বাবধান করছে, কিন্তু ঘটনাটি তা ছিল না। পুরসবার তরফে যখন তাকে ২০ বছরের চাকরির জন্য একটি স্মারক ফলক উপহার দিতে যাচ্ছিলাম তখন আমরা পুরো বিষয়টি জানতে পারি।"
এরপরই গার্সিয়াকে খাঁজে বের করতে ক্যাডিজের ডেপুটি মেয়র জর্জ ব্লাসকে দায়িত্ব দেওয়া হয়। ব্লাস অল্প কয়েকদিনের মধ্যেই জোয়াকিনকে ধরে ফেলেন। অবশ্য নিজের কীর্তির জন্য কোনও পোক্ত ব্যাখ্যা দিতে পারেননি এই কর্মচারী। ব্লাস বলেন, "বিষয়টি জানতে পেরেই আমি নিজেকেই জিজ্ঞাসা করেছিলাম যে, হার্সিয়া এখনও সেখানে কাজ করছেন কিনা? তিনি কি অবসর নিয়েছেন কিনা? নাকি তিনি মারা গেছেন? কিন্তু তাঁর বেতন থেকে বোঝা যাচ্ছে যে তিনি এখনও বেতন পাচ্ছেন।"
গার্সিয়ার পক্ষে কথা বলতে গিয়ে, তাঁর আইনজীবী অভিযোগ করেছেন যে- কর্মক্ষেত্রে বুলিং তাঁর মক্কেলের অনুপস্থিতির জন্য দায়ী। এর পাশাপাশি, তিনি আরও জানান যে, অফিসে তাঁর করার মতো কিছুই নেই। গার্সিয়ার ঘনিষ্ঠ সহযোগী এল মুন্ডোকে জানিয়েছিলেন যে, গার্সিয়া তাঁর চাকরি হারানোর ভয়ে উত্পীড়নের অভিযোগ করার চেয়ে দর্শন পড়ার উপর মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
অবশেষে, একটি আদালত সরকারের পক্ষে রায় দেয়। ছয় বছরের কর্মস্থলে অনুপস্থিতির জন্য জোয়াকিন গার্সিয়াকে জরিমানা করে। জোয়াকিনকে ৩০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা) জরিমানা করা হয়। যা তার বার্ষিক বেতনের এক বছরের কর-পরবর্তী সমতুল্য।
নানান খবর
নানান খবর

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম

ক্ষমা চাক হার্ভার্ড, অপেক্ষায় ট্রাম্প! বিতর্কের মাঝেই সবটা জানাল হোয়াইট হাউস

ভবিষ্যতের অতিমারি নিয়ে বিরাট পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাক্ষরিত হল কোন চুক্তি

গাজায় ফের গণমাধ্যমকর্মীদের উপর বর্বর হামলা, নিহত ২ সাংবাদিক, আহত ৯

সুদানে সর্ববৃহৎ বাস্তুহারা শিবিরে বর্বর হামলা, নিহত শতাধিক

একটি বিশেষ ধর্মের মানুষদের জন্য আলাদা করে তৈরি হয় কোকাকোলা, নেপথ্যে কোন রহস্য

পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি 'ভবিষ্যৎ দেখতে' পাবেন, কিন্তু সেখানে প্রবেশ নিষিদ্ধ

সারাজীবন থাকবে দাঁতের জোর, অবাক করা আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

অমরত্বের চাবি পেয়ে গেল বিজ্ঞনীরা, এবার জোরকদমে কাজ শুরু

মহাকাশ ১১ মিনিট কাটিয়ে এলেন গায়িকা কেটি পেরি, ছোট এই ট্যুর করতে খরচ কত? সাধারণের নাগালে কি?

১৬৫ মিলিয়ন যুগ আগের পায়ের ছাপ, কোন প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা