আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট ক্রিকেট নিয়ে দেশের প্রাক্তনরা বিভিন্ন মন্তব্য করছেন। শাহিদ আফ্রিদিও নিজের বক্তব্য পেশ করেছেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মন্তব্য ভাল ভাবে নেননি এহসান মানি।
আইসিসি ও পিসিবি-র প্রাক্তন প্রধান আফ্রিদিকে সমালোচনা করেই বলেছেন, প্রাক্তনরা নিজেদের লক্ষ্য পূরণের জন্ বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। তার পরেই আফ্রিদি বিস্ফোরক মন্তব্য করেন। বুম বুম আফ্রদির দাবি, পিসিবি-র বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির
ক্রিকেট সম্পর্কে কোনও জ্ঞানই নেই। নকভি নাকি একথা স্বীকার করেছেন আফ্রিদির কাছে।
এরপর পাকিস্তান ক্রিকেটকে আইসিইউ রোগীপ সঙ্গেও তুলনা করেন আফ্রিদি। তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমরা সবসময়ে প্রস্তুতি নিয়ে কথা বলি, আর যখন কোনও
আইসিসি ইভেন্ট আসে, তখন খারাপ পারফরম্যান্স তুলে ধরি। সত্যি কথা হলো, ভুল সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে।”
আফ্রিদির এহেন মন্তব্য পছন্দ হয়নি মানির। এই সমালোচনার কোনও অর্থ নেই বলে মনে করেন মানি। তিনি বলেছেন, ''শাহিদ আফ্রিদি বা অন্য কেউ কী বলছে, সে সবকে আমি তেমন গুরুত্ব দিই না। ওদের ব্যক্তিগত এজেন্ডা আছে। অন্য কোনও কারণও থাকতে পারে। আমি শুধু এটুকুই বলব, নেতৃত্ব আসতে হবে পিসিবির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের কাছ থেকে।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে আইসিসিকে কাঠগড়ায় তুলেছেন মানি। তিনি বলেন, ''যেভাবে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে, খুবই হতাশাজনক। এর দায় আইসিসির। শেষ মুহূর্তের জন্য সব ফেলে রাখা হয়েছিল।''
