আজকাল ওয়েবডেস্ক: উইকএন্ড, তিন-চার দিনের ছুটি বা লম্বা ছুটি, বাঙালির অন্যতম প্রিয় গন্তব্যের নাম সিকিম। শুধু বাংলার পর্যটকরাই নয়। পড়শি রাজ্য়ে ভিড় জমান আশপাশের রাজ্যের মানুষও। তবে এবার আর নিখরচায় ঢোকা যাবে না সিকিমে। খসছে গ্যাঁটের কড়ি, লাগবে এন্ট্রি ফি।
সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলসের অধীনে এবার থেকে সিকিমে গেলেই পর্যটকদের মাথা পিছু ৫০ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। পরিবেশ রক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। হোটেলে যখন পর্যটকরা চেক-ইন করবেন, তখনই তাদের থেকে এই এন্ট্রি ফি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সকল পর্যটকদেরই এই ফি দিতে হচ্ছে।
তবে ৫ বছরের কম বয়সী শিশুদের কোনও এন্ট্রি ফি লাগছে না। এছাড়া যারা সরকারি কাজে এসেছেন, তাদেরও এন্ট্রি ফি দিতে হচ্ছে না। একবার এন্ট্রি ফি দিয়ে ৩০ দিন পর্যন্ত সিকিমে থাকা যাবে। তবে যদি কোনও পর্যটক এক মাসে দু'বার আসেন, অর্থাৎ একবার ঘুরে এসে ফের সিকিমে যান, সেক্ষেত্রে ওই পর্যটককে আবার এন্ট্রি ফি লাগছে।
সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ৫০ টাকা রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়ন, জনগণকে দেওয়া পরিষেবা উন্নত করার খাতেই ব্যয় করা হবে। অপরূপ সুন্দর সিকিমে যেভাবে প্রতিনিয়ত পর্যটকের সংখ্যা বাড়ছে, তাতে পরিবেশ রক্ষা খুবই জরুরি। স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট না করেই যাতে পর্যটকদের ভালো আতিথেয়তা দেওয়া যায়, তার জন্য এই এন্ট্রি ফি নেওয়ার সিদ্ধান্ত।
চলতি মার্চ মাস থেকেই সিকিম সরকার পর্যচকদের থেকে এই এন্ট্রি ফি চালু করেছে।
পর্যটনের সঙ্গে যুক্তরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পর্যটকদের মধ্যে কোনও বিভ্রান্তি এড়াতে স্বচ্ছ যোগাযোগের গুরুত্বের উপর তারা জোর দিয়েছেন। পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা পরামর্শ দিয়েছেন যে, এন্ট্রি ফি সম্পর্কে তথ্য ব্যাপকভাবে প্রচার করা উচিত এবং হোটেল-সহ অন্যান্য জায়গাগুলিতেও তা প্রদর্শন করা উচিত।
